নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে মানুষের বিপুল সাড়া দেখে একটি মহল পরিকল্পিতভাবে তা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল রাতে ঢাকায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি প্রথমবার নয়, সম্প্রতি দুবার এমন ঘটনা ঘটেছে। আমরা আগের ঘটনায় মামলা করলেও কোনো প্রতিকার পাইনি। প্রশাসন নির্বিকার। একটি গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী নতুন রাজনৈতিক দলের যদি এই অবস্থা হয়, তাহলে শহীদ, আহত ও তাঁদের পরিবারের নিরাপত্তা, এমনকি দেশের মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে—সে প্রশ্নও আমাদের মনে সৃষ্টি হচ্ছে।’
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক আরও বলেন, ‘আমরা মনে করি, প্রশাসনের উচিত এসব বিষয়ে আরও কঠোর হওয়া।’
জুলাই আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এই নতুন বাংলাদেশের কারিগর হলেন জুলাই আন্দোলনের শহীদেরা। তাঁদের স্বপ্ন ও ত্যাগ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’
মো. নাহিদ ইসলাম বলেন, ‘শহীদ সাজ্জাদ সৈয়দপুরেই বড় হয়েছেন। স্কুল-কলেজ শেষে স্বপ্ন নিয়ে ঢাকার সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন পূরণ হয়নি। সে স্বপ্ন নিয়েই রাজপথে নেমে তিনি বুকের ভেতর বুলেট নিয়েছেন। সেই স্বপ্ন পূরণে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ।’
এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে মানুষের বিপুল সাড়া দেখে একটি মহল পরিকল্পিতভাবে তা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল রাতে ঢাকায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি প্রথমবার নয়, সম্প্রতি দুবার এমন ঘটনা ঘটেছে। আমরা আগের ঘটনায় মামলা করলেও কোনো প্রতিকার পাইনি। প্রশাসন নির্বিকার। একটি গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী নতুন রাজনৈতিক দলের যদি এই অবস্থা হয়, তাহলে শহীদ, আহত ও তাঁদের পরিবারের নিরাপত্তা, এমনকি দেশের মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে—সে প্রশ্নও আমাদের মনে সৃষ্টি হচ্ছে।’
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক আরও বলেন, ‘আমরা মনে করি, প্রশাসনের উচিত এসব বিষয়ে আরও কঠোর হওয়া।’
জুলাই আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এই নতুন বাংলাদেশের কারিগর হলেন জুলাই আন্দোলনের শহীদেরা। তাঁদের স্বপ্ন ও ত্যাগ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’
মো. নাহিদ ইসলাম বলেন, ‘শহীদ সাজ্জাদ সৈয়দপুরেই বড় হয়েছেন। স্কুল-কলেজ শেষে স্বপ্ন নিয়ে ঢাকার সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন পূরণ হয়নি। সে স্বপ্ন নিয়েই রাজপথে নেমে তিনি বুকের ভেতর বুলেট নিয়েছেন। সেই স্বপ্ন পূরণে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ।’
এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৯ মিনিট আগেমামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
২২ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতা-কর্মীরা সদর উপজেলা ভূমি অফিসের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে এ কে আজাদের বাড়ির সামনে কিছুক্ষণ অবস্থান নেন। তাঁরা ‘আওয়ামী লীগের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’— এসব স্লোগান দেন। পরে মিছিলটি শহরের কাঠপট্টিতে বিএনপির কার্যালয়ের সামনে গিয়
৪২ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় দশতলা ভবনের ছাদে বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল কেরানী মোড় এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে