Ajker Patrika

এনসিপির কর্মসূচি ব্যাহত করার ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি 
নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে মানুষের বিপুল সাড়া দেখে একটি মহল পরিকল্পিতভাবে তা ব্যাহত করতে ষড়যন্ত্র করছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গতকাল রাতে ঢাকায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি প্রথমবার নয়, সম্প্রতি দুবার এমন ঘটনা ঘটেছে। আমরা আগের ঘটনায় মামলা করলেও কোনো প্রতিকার পাইনি। প্রশাসন নির্বিকার। একটি গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী নতুন রাজনৈতিক দলের যদি এই অবস্থা হয়, তাহলে শহীদ, আহত ও তাঁদের পরিবারের নিরাপত্তা, এমনকি দেশের মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে—সে প্রশ্নও আমাদের মনে সৃষ্টি হচ্ছে।’

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক আরও বলেন, ‘আমরা মনে করি, প্রশাসনের উচিত এসব বিষয়ে আরও কঠোর হওয়া।’

জুলাই আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এই নতুন বাংলাদেশের কারিগর হলেন জুলাই আন্দোলনের শহীদেরা। তাঁদের স্বপ্ন ও ত্যাগ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’

মো. নাহিদ ইসলাম বলেন, ‘শহীদ সাজ্জাদ সৈয়দপুরেই বড় হয়েছেন। স্কুল-কলেজ শেষে স্বপ্ন নিয়ে ঢাকার সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন পূরণ হয়নি। সে স্বপ্ন নিয়েই রাজপথে নেমে তিনি বুকের ভেতর বুলেট নিয়েছেন। সেই স্বপ্ন পূরণে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ।’

এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত