অনলাইন ডেস্ক
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে প্রকাশ্যে সমালোচনা করায় দেশটির আইনপ্রণেতারা তাঁকে নিয়ে এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।
গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনা করেন ভলকার তুর্ক। তিনি বলেন, ভেনেজুয়েলায় নির্বিচারে আটক ও গুমের ঘটনা ঘটছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) ভেনেজুয়েলার সংসদে একটি ভোটাভুটি হয়। তাতে ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সমর্থন দেয় সংসদ।
ঘোষণার আগে এক মন্তব্যে সংসদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ অন্যান্য অধিকার লঙ্ঘনের প্রতি তুর্ককে ‘চোখ বন্ধ’ রাখার অভিযোগ করেন।
চলতি বছরের মে মাসে মার্কিন সরকারের এক পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেন তুর্ক। তাতে দৃষ্টান্ত হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভেনেজুয়েলার অভিবাসীদের এল সালভাদরের একটি আটক কেন্দ্রে নির্বাসনের বিষয়টি উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় কথিত নির্যাতন সম্পর্কে তাঁর মন্তব্য এমন এক সময়ে আসে, যখন বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা ভেনেজুয়েলায় গত জুলাইয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর রাজনৈতিক বিরোধীদের ওপর মাদুরো সরকারের দমন-পীড়নের নিন্দা জানায়। তুর্ককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়বে না। তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলা সরকার অতীতের মতো জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের অফিস সরানোর পদক্ষেপ নিতে পারে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে প্রকাশ্যে সমালোচনা করায় দেশটির আইনপ্রণেতারা তাঁকে নিয়ে এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।
গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনা করেন ভলকার তুর্ক। তিনি বলেন, ভেনেজুয়েলায় নির্বিচারে আটক ও গুমের ঘটনা ঘটছে। এই সমালোচনার প্রতিক্রিয়ায় তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) ভেনেজুয়েলার সংসদে একটি ভোটাভুটি হয়। তাতে ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সমর্থন দেয় সংসদ।
ঘোষণার আগে এক মন্তব্যে সংসদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ অন্যান্য অধিকার লঙ্ঘনের প্রতি তুর্ককে ‘চোখ বন্ধ’ রাখার অভিযোগ করেন।
চলতি বছরের মে মাসে মার্কিন সরকারের এক পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেন তুর্ক। তাতে দৃষ্টান্ত হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভেনেজুয়েলার অভিবাসীদের এল সালভাদরের একটি আটক কেন্দ্রে নির্বাসনের বিষয়টি উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় কথিত নির্যাতন সম্পর্কে তাঁর মন্তব্য এমন এক সময়ে আসে, যখন বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা ভেনেজুয়েলায় গত জুলাইয়ে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর রাজনৈতিক বিরোধীদের ওপর মাদুরো সরকারের দমন-পীড়নের নিন্দা জানায়। তুর্ককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়বে না। তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলা সরকার অতীতের মতো জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের অফিস সরানোর পদক্ষেপ নিতে পারে।
যুদ্ধবিরতি নিয়ে তোড়জোড়ের মধ্যেও গাজায় চরম বর্বরতা দেখিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই সময়ের মধ্যে গাজার বিভিন্ন এলাকায় অন্তত ২৬টি হত্যাযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের...
২ মিনিট আগেতাঁকে সবাই জিজ্ঞাসা করেন, তাহলে কেন যান? মুস্তাফার উত্তর, ‘আর কোনো উপায় নেই। তাঁবুতে থাকলে মারা যাব ক্ষুধায়, রোগে, বোমায়। বাইরে গেলে মরতে পারি, আবার হয়তো বাচ্চাদের জন্য কিছু নিয়ে ফিরতেও পারি।’ মুস্তাফার পাঁচ সন্তান। বড় মেয়ে সাবার বয়স ১০। সবচেয়ে ছোট, যমজ দুই মেয়ে হুর আর নূরের বয়স তিন বছর। তিনি বলেন,
৭ মিনিট আগেইসরায়েল গোপনে রাশিয়ার সঙ্গে ইরান ও সিরিয়া ইস্যুতে গোপনে দেনদরবার করেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান। গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত ২৪ জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ পর এসব আলোচনা শুরু হয়। রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দেওয়া
২৯ মিনিট আগেআগামী ৫ জুলাই, শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক গুরুত্বপূর্ণ দিন। কারণ, একই দিনে পালিত হতে যাচ্ছে দুই ধর্মের গুরুত্বপূর্ণ আয়োজন—উল্টোরথ ও মহররম। এমন দিনে রাজ্যের সম্প্রীতি বজায় রাখতে কোনোভাবেই গাফিলতি চলবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১ ঘণ্টা আগে