Ajker Patrika

আড়াই মাস পর ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

প্রতিনিধি, শার্শা 
আড়াই মাস পর ভারত থেকে অক্সিজেন আমদানি শুরু

প্রায় আড়াই মাস পর ভারত থেকে আবারও চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেন আমদানি শুরু করেছে বাংলাদেশ। এর আগে ভারতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় চলতি বছরের ২২ এপ্রিল ওই দেশের সরকার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করেন। বর্তমানে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার কমে আসায় দেশটি আবার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি শুরু করেছে।

বেনাপোল বন্দরের আমদানি ও রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫ হাজার টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। যা চিকিৎসা খাতে ব্যবহৃত হয়। ভারত ধীরে ধীর স্বাভাবিকের দিকে গেলেও বর্তমানে বাংলাদেশে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।

সহসভাপতি আরও জানান, গতকাল রোববার ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। অথচ আড়াই মাস আগে দেশটিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল ৪ লাখের ওপরে। মৃত্যু সংখ্যা ছিল ৪ হাজারের বেশি। এদিকে গতকাল বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৬৬১ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের।

বেনাপোল স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক একেএম সাইফুদ্দিন জানান, নিষেধাজ্ঞার কারণে এত দিন ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল। কিন্তু গেল দুই দিনে ভারত ১৯০ টন অক্সিজেন আমদানি হয়েছে। অক্সিজেন আমদানিকারক হিসেবে ছিল বাংলাদেশের লিনডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এবং রপ্তানিকারক হিসেবে ছিল ভারতের লিনডে ইন্ডিয়া। বন্দর থেকে অক্সিজেন ছাড় করাতে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সারতি এন্টারপ্রাইজ। করোনাকালীন এ সময়ে চিকিৎসা খাতে ব্যবহৃত জরুরি অক্সিজেন যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস করতে পারেন এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত