Ajker Patrika

সরকারি গুদামের ড্রেনে মিলল হরিণের মাংস ও বন্দুক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সরকারি গুদামের ড্রেনে মিলল হরিণের মাংস ও বন্দুক

সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খাদ্য গুদামের ড্রেনে পাওয়া গেল চিত্রল হরিণের শুকনা মাংস, শিং ও একটি একনলা বন্দুক। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন সরকারি খাদ্য গুদামের ড্রেন থেকে এগুলো জব্দ করে রায়নগর নৌ-পুলিশ সদস্যরা। ঝুঁকিপুর্ন হওয়ায় দীর্ঘদিন ধরে গুদামটি পরিত্যক্ত অবস্থায় রয়েছ। 

রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস জানান, স্থানীয় বাজারের এক ব্যবসায়ী খাদ্য গুদামের ড্রেনে দুটি বস্তা দেখে নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে চারটি শিং, বেশকিছু শুকনা মাংস ও একটি একনলা বন্দুক জব্দ করা হয়। হরিনের শিং বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্দুকটি গতকাল রাতেই শ্যামনগর থানায় জমা দেওয়া হয়েছে। এ নিয়ে অস্ত্র আইনে মামলাও করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত