Ajker Patrika

কেশবপুরে হরিহর নদের পানিতে লোকালয় প্লাবিত, দুর্ভোগে ১ হাজার পরিবার

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে হরিহর নদের পানিতে লোকালয় প্লাবিত, দুর্ভোগে ১ হাজার পরিবার

কয়েক দিনের বৃষ্টিতে যশোরের কেশবপুরে গত ২৪ ঘণ্টায় হরিহর নদের পানি বেড়েছে। হরিহর নদের মধ্যকুল সাহাপাড়া ও খোঁজাখালি খালের স্লুইসগেট গেটের দক্ষিণ অংশে ভবানিপুর ও দক্ষিণপাড়ায় পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক উঠেছে পানি, ভেসে গেছে মাছের ঘের। পৌর এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন ১ হাজার ১০ পরিবার। 

এদিকে কেশবপুর শহরের চারানি বাজার ও ট্রাক টার্মিনালের পূর্ব অংশে হরিহর নদের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষেরা প্রয়োজনীয় জিনিসপত্রসহ গবাদিপশু নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার রাতে হরিহর নদের শাখা খোঁজাখালির স্লুইসগেট গেটের দক্ষিণ অংশে পানি উপচে নতুন করে পৌর এলাকার ভবানিপুর ও দক্ষিণপাড়া প্লাবিত হয়েছে। ওই এলাকার মানুষের বাড়ি-ঘরে এখনো হাঁটুপানি। এ ছাড়া হরিহর নদের মধ্যকুল সাহাপাড়া অংশে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে ওই এলাকার মানুষ। ভবানীপুর এলাকায় ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। 

ভবানীপুর এলাকার ফারুক খান বলেন, ‘একদিনের ব্যবধানে তার বাড়িতে এখন হাঁটুপানি। একই এলাকার গৃহবধূ শাহিদা সুলতানা বলেন, তাদের পুকুর ভেসে প্রায় ৫০ হাজার টাকার মাছ চলে গেছে। ভেসে গেছে রফিকুল ইসলামের একটি মাছের ঘের। এলাকায় পানি বৃদ্ধি পেয়ে এখন বন্যায় রূপ নিয়েছে।’ 

হরিহর নদের পানিতে ডুবেছে পৌর শহরের চারানি বাজার। ছবি: আজকের পত্রিকাপৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পৌরসভার সব কটি ওয়ার্ডেই এখন পানি ঢুকে পড়েছে। বিভিন্ন ওয়ার্ডের ১ হাজার ১০টি পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে রয়েছে। যেভাবে পানি বাড়ছে এতে পৌরসভার ব্যাপক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, পৌরসভা, মঙ্গলকোট ও পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন মাছের ঘের এবং পুকুর ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ঘের ও পুকুরের সংখ্যা নিরূপণের কাজ শুরু করা হয়েছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, গত ২৪ ঘণ্টায় হরিহর নদে এক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া হরিহরের শাখা খোঁজাখালি খালের স্লুইসগেট গেটের দক্ষিণ অংশে পানি উপচে ভবানিপুর এলাকায় ঢুকে পড়ছে। এতে ওই এলাকা প্লাবিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত