খুলনা প্রতিনিধি
খুলনায় খাদ্য বিভাগের চুরি যাওয়া গমের জন্য দায়ের করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ঠিকাদারেরা। এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে লাগাতার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে। আজ রোববার দুই ঘণ্টার প্রতীকী ধর্মঘট শেষে এক সমাবেশে এ ঘোষণা দেন খুলনা খাদ্যশস্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতি ও খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার বহুমুখী সমবায় সমিতি।
নগরীর ৪ নম্বর ঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার মালিক সমিতির সভাপতি মাকসুদ আলম খাজা। বক্তব্য দেন খাদ্য মালিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামালসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় খাদ্য বিভাগের গম চুরি হওয়ার অভিযোগে জোনাকি পরিবহনের মালিক মো. হুমায়ূন কবির, মেসার্স সরকার এন্টারপ্রাইজের মালিক তাপস সরকার ও মেসার্স সান রাইজ জুট ট্রেডার্সের মালিক তহমিনা আলমের বিরুদ্ধে মামলা করে খাদ্য বিভাগ।’
বক্তারা আরও বলেন, ‘ওই গম চুরি করেছে ট্রাক ড্রাইভাররা। মামলা হলে ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে হবে। খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী কোনো মালামাল কম হলে ঠিকাদারেরা তা দিয়ে দেবেন। এ ছাড়া কম হয়েছে ১৪ কেজি গম। আর মামলা হয়েছে ৩ হাজার ৩৭১ কেজি গমের। এ ক্ষেত্রে মামলা উদ্দেশ্যেপ্রণোদিত।’ সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে খুলনাসহ সারা দেশে পরিবহন ঠিকাদারেরা লাগাতার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।
খুলনায় খাদ্য বিভাগের চুরি যাওয়া গমের জন্য দায়ের করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ঠিকাদারেরা। এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে লাগাতার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে। আজ রোববার দুই ঘণ্টার প্রতীকী ধর্মঘট শেষে এক সমাবেশে এ ঘোষণা দেন খুলনা খাদ্যশস্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতি ও খুলনা খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার বহুমুখী সমবায় সমিতি।
নগরীর ৪ নম্বর ঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার মালিক সমিতির সভাপতি মাকসুদ আলম খাজা। বক্তব্য দেন খাদ্য মালিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামালসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ‘৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় খাদ্য বিভাগের গম চুরি হওয়ার অভিযোগে জোনাকি পরিবহনের মালিক মো. হুমায়ূন কবির, মেসার্স সরকার এন্টারপ্রাইজের মালিক তাপস সরকার ও মেসার্স সান রাইজ জুট ট্রেডার্সের মালিক তহমিনা আলমের বিরুদ্ধে মামলা করে খাদ্য বিভাগ।’
বক্তারা আরও বলেন, ‘ওই গম চুরি করেছে ট্রাক ড্রাইভাররা। মামলা হলে ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে হবে। খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী কোনো মালামাল কম হলে ঠিকাদারেরা তা দিয়ে দেবেন। এ ছাড়া কম হয়েছে ১৪ কেজি গম। আর মামলা হয়েছে ৩ হাজার ৩৭১ কেজি গমের। এ ক্ষেত্রে মামলা উদ্দেশ্যেপ্রণোদিত।’ সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে খুলনাসহ সারা দেশে পরিবহন ঠিকাদারেরা লাগাতার ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
২৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
৪০ মিনিট আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
৪২ মিনিট আগেকায়ছার ইমরান বাবুল শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি।
৪৩ মিনিট আগে