মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক ভ্যানচালক শহিদুল শেখকে (৪০) মারধর করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচোরি গ্রামে এই হামলা চালানো হয়। বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত শহিদুল শেখ কোলচোরি গ্রামের শাজাহান শেখের ছেলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান সরদারের সমর্থক শহিদুল শেখ রাত সাড়ে ৭টার দিকে ভ্যানগাড়ি নিয়ে বের হন। এ সময় নির্বাচনে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের কর্মী আনু শেখ লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার শিকার শহিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই তাঁকে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
আহত শহিদুল শেখ বলেন, ‘আমাকে আনু শেখ ও তাঁর লোকজন হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এদিকে অভিযুক্ত আনু শেখ একই গ্রামের মালেক শেখের ছেলে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যানচালকের ওপর হামলার ঘটনা লোকমুখে শুনেছি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২১ মে কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন ৩৬ হাজার ১৯০ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট।
মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক ভ্যানচালক শহিদুল শেখকে (৪০) মারধর করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচোরি গ্রামে এই হামলা চালানো হয়। বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত শহিদুল শেখ কোলচোরি গ্রামের শাজাহান শেখের ছেলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান সরদারের সমর্থক শহিদুল শেখ রাত সাড়ে ৭টার দিকে ভ্যানগাড়ি নিয়ে বের হন। এ সময় নির্বাচনে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের কর্মী আনু শেখ লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার শিকার শহিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই তাঁকে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।
আহত শহিদুল শেখ বলেন, ‘আমাকে আনু শেখ ও তাঁর লোকজন হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এদিকে অভিযুক্ত আনু শেখ একই গ্রামের মালেক শেখের ছেলে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যানচালকের ওপর হামলার ঘটনা লোকমুখে শুনেছি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২১ মে কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন ৩৬ হাজার ১৯০ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট।
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৪২ মিনিট আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৭ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৭ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৮ ঘণ্টা আগে