যাত্রাবাড়ী ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার প্রথম দিনের অবরোধের দিনে সকাল থেকেই রাজধানীতে বেড়েছে যান চলাচল। শুরু হয়েছে আন্তজেলা বাস চলাচল। বিগত হরতাল-অবরোধের দিনের তুলনায় বেড়েছে লোকাল বাস সার্ভিস।
সেই সঙ্গে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন ছিল চোখে পড়ার মতো। রয়েছে ব্যক্তিগত গাড়িও। অন্যদিকে বরাবরের মতো কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
আজ বুধবার সকাল থেকে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ঘুরে চোখে পড়ে এমন চিত্র।
সরেজমিনে জুরাইন রেলগেট এলাকায় দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ রোডের আনন্দ, বোরাক ও রাইদা পরিবহনসহ এই রুটে চলাচলকারী বাসগুলো চলছে। দেখা গেছে বিভিন্ন দপ্তরের স্টাফ বাসও। ব্যক্তিগত গাড়ি, ট্রাক, লরি, কাভার্ড ভ্যানসহ অন্যান্য পণ্যবাহী পরিবহন চলতে দেখা গেছে। কিন্তু দক্ষিণ অঞ্চলের দূরপাল্লার বাস চলাচল ছিল প্রায় স্বাভাবিক।
এ ছাড়া কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। এ ব্যাপারে জুরাইন রেলগেটের দায়িত্বরত গেটম্যান সোহেল জানান, হরতাল ও অবরোধেও ট্রেন চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।
বোরাক পরিবহনের চালকের সহকারী (হেলপার) জসিম আজকের পত্রিকাকে জানান, অবরোধের অন্যান্য দিনের চেয়ে আজ অনেক গাড়ি রাস্তায় বের হয়েছে। যদিও বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টির জন্য গাড়ি জ্বালিয়ে দেয় অবরোধকারীরা, তবু তাঁরা আতঙ্কের মধ্যে গাড়ি বের করেছেন। সেই সঙ্গে সকাল থেকেই যাত্রীর চাপও বেশি।
মতিঝিলগামী একজন বাসযাত্রী খোরশেদ আজকের পত্রিকাকে জানান, গত হরতাল-অবরোধের তুলনায় আজ যানবাহন বেশি থাকায় দুর্ভোগ কম হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন যাত্রী নাসিমা আক্তার। তিনি জানান, গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও রিকশাচালকেরা তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দেখা যায়, লোকাল বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বিগত হরতাল-অবরোধের দিনগুলোর তুলনায় বেড়েছে অনেক বেশি। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজটও।
এই রুটে চলাচলরত শিকড় পরিবহনের চালক শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, কত দিন বসে থাকব! পেট আছে, সংসার আছে। তাই বাধ্য হয়ে গাড়ি নিয়ে বের হইছি। যদিও কিছু বাস জ্বালায়ে দেওয়ায় আমরা আতঙ্কে আছি।’ তিনি আরও বলেন, ‘আমরা এরকম হরতাল-অবরোধ চাই না।’
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দক্ষিণ অঞ্চলে চলাচল করে শরীয়তপুর পরিবহন। ওই পরিবহনের টিকিট কাউন্টারের সহকারী জুবায়ের জানান, সকাল থেকে এখান থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাচ্ছে। সকাল থেকেই যাত্রীর চাপ বেশ। তাই গাড়িগুলো ছেড়ে যাচ্ছে।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকে পূর্বাঞ্চলের আন্তজেলার অনেক বাস ছেড়ে গেছে। অনেক বাস আবার ঢাকায়ও প্রবেশ করেছে। তবে যাত্রী কিছুটা কম হওয়ার কারণে বাসগুলো যথাসময়ে যেতে পারছে না বলে জানান বাসচালকসহ টিকিট কাউন্টারের লোকজন।
এ বিষয়ে ঢাকা জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত হরতাল-অবরোধের তুলনায় আজকে সকাল থেকে অনেক বাস চলাচল করছে। পরিবহনশ্রমিকেরা তো গরিব মানুষ, কত দিন গাড়ি না চালিয়ে বসে থাকবে। তাদের তো সংসার আছে। তাই জীবনের ঝুঁকি নিয়েই তারা রাস্তায় নেমে পড়েছে।’
সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তজেলা বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তবে বিএনপির দ্বিতীয় দফার অবরোধের শেষ দিন থেকে বাস চলাচল অনেকটাই বেড়েছে।’
এ বিষয়ে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুব শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত অবরোধের তুলনায় আজকে গাড়ির চাপ অনেক বেশি। যাত্রাবাড়ী চৌরাস্তায় স্বাভাবিক দিনের মতো যানজট দেখা দিয়েছে। তবে আমাদের নিয়ন্ত্রণে আছ।’
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনেও রাস্তায় দেখা যায়নি অবরোধ সমর্থনকারীদের। অন্যদিকে প্রতিদিনের মতোই রাজপথ ছিল আওয়ামী লীগের দখলে।
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার প্রথম দিনের অবরোধের দিনে সকাল থেকেই রাজধানীতে বেড়েছে যান চলাচল। শুরু হয়েছে আন্তজেলা বাস চলাচল। বিগত হরতাল-অবরোধের দিনের তুলনায় বেড়েছে লোকাল বাস সার্ভিস।
সেই সঙ্গে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন ছিল চোখে পড়ার মতো। রয়েছে ব্যক্তিগত গাড়িও। অন্যদিকে বরাবরের মতো কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
আজ বুধবার সকাল থেকে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ঘুরে চোখে পড়ে এমন চিত্র।
সরেজমিনে জুরাইন রেলগেট এলাকায় দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ রোডের আনন্দ, বোরাক ও রাইদা পরিবহনসহ এই রুটে চলাচলকারী বাসগুলো চলছে। দেখা গেছে বিভিন্ন দপ্তরের স্টাফ বাসও। ব্যক্তিগত গাড়ি, ট্রাক, লরি, কাভার্ড ভ্যানসহ অন্যান্য পণ্যবাহী পরিবহন চলতে দেখা গেছে। কিন্তু দক্ষিণ অঞ্চলের দূরপাল্লার বাস চলাচল ছিল প্রায় স্বাভাবিক।
এ ছাড়া কমলাপুর-নারায়ণগঞ্জ লাইনের ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। এ ব্যাপারে জুরাইন রেলগেটের দায়িত্বরত গেটম্যান সোহেল জানান, হরতাল ও অবরোধেও ট্রেন চলাচল ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।
বোরাক পরিবহনের চালকের সহকারী (হেলপার) জসিম আজকের পত্রিকাকে জানান, অবরোধের অন্যান্য দিনের চেয়ে আজ অনেক গাড়ি রাস্তায় বের হয়েছে। যদিও বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টির জন্য গাড়ি জ্বালিয়ে দেয় অবরোধকারীরা, তবু তাঁরা আতঙ্কের মধ্যে গাড়ি বের করেছেন। সেই সঙ্গে সকাল থেকেই যাত্রীর চাপও বেশি।
মতিঝিলগামী একজন বাসযাত্রী খোরশেদ আজকের পত্রিকাকে জানান, গত হরতাল-অবরোধের তুলনায় আজ যানবাহন বেশি থাকায় দুর্ভোগ কম হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন যাত্রী নাসিমা আক্তার। তিনি জানান, গাড়ির সংখ্যা কিছুটা বাড়লেও রিকশাচালকেরা তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দেখা যায়, লোকাল বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বিগত হরতাল-অবরোধের দিনগুলোর তুলনায় বেড়েছে অনেক বেশি। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজটও।
এই রুটে চলাচলরত শিকড় পরিবহনের চালক শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, কত দিন বসে থাকব! পেট আছে, সংসার আছে। তাই বাধ্য হয়ে গাড়ি নিয়ে বের হইছি। যদিও কিছু বাস জ্বালায়ে দেওয়ায় আমরা আতঙ্কে আছি।’ তিনি আরও বলেন, ‘আমরা এরকম হরতাল-অবরোধ চাই না।’
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দক্ষিণ অঞ্চলে চলাচল করে শরীয়তপুর পরিবহন। ওই পরিবহনের টিকিট কাউন্টারের সহকারী জুবায়ের জানান, সকাল থেকে এখান থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের গাড়ি ছেড়ে যাচ্ছে। সকাল থেকেই যাত্রীর চাপ বেশ। তাই গাড়িগুলো ছেড়ে যাচ্ছে।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সকাল থেকে পূর্বাঞ্চলের আন্তজেলার অনেক বাস ছেড়ে গেছে। অনেক বাস আবার ঢাকায়ও প্রবেশ করেছে। তবে যাত্রী কিছুটা কম হওয়ার কারণে বাসগুলো যথাসময়ে যেতে পারছে না বলে জানান বাসচালকসহ টিকিট কাউন্টারের লোকজন।
এ বিষয়ে ঢাকা জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘গত হরতাল-অবরোধের তুলনায় আজকে সকাল থেকে অনেক বাস চলাচল করছে। পরিবহনশ্রমিকেরা তো গরিব মানুষ, কত দিন গাড়ি না চালিয়ে বসে থাকবে। তাদের তো সংসার আছে। তাই জীবনের ঝুঁকি নিয়েই তারা রাস্তায় নেমে পড়েছে।’
সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তজেলা বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। তবে বিএনপির দ্বিতীয় দফার অবরোধের শেষ দিন থেকে বাস চলাচল অনেকটাই বেড়েছে।’
এ বিষয়ে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুব শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত অবরোধের তুলনায় আজকে গাড়ির চাপ অনেক বেশি। যাত্রাবাড়ী চৌরাস্তায় স্বাভাবিক দিনের মতো যানজট দেখা দিয়েছে। তবে আমাদের নিয়ন্ত্রণে আছ।’
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনেও রাস্তায় দেখা যায়নি অবরোধ সমর্থনকারীদের। অন্যদিকে প্রতিদিনের মতোই রাজপথ ছিল আওয়ামী লীগের দখলে।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১৫ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
২০ মিনিট আগে