প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): শিবচরের কাঁঠালবাড়িতে স্পিডবোট দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত রয়েছে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী ও ফায়ারসার্ভিস কর্মীরা। বাল্কহেডের সঙ্গে দ্রুতগামী যাত্রীবোঝাই স্পিডবোটটির মারাত্মক সংর্ঘষ হয়। ধারণা করা হচ্ছে, এতে মাথায় আঘাত পাওয়ার কারণেই বেশি মানুষ মারা গেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাট থেকে আধা কিলোমিটার পূর্বে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লেগে তলিয়ে যায়। স্পিডবোটটি দ্রুতগতির হওয়ায় বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় উদ্ধারকারী মনির ফকির বলেন, ভোর ৬টার দিকে নদীর পাড়ে এসে দেখি স্পিডবোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আট বছর বয়সী একটি মেয়েকে জীবিত উদ্ধার করি। এছাড়া যে লাশগুলো উদ্ধার করেছি তার বেশিরভাগই মাথায় আঘাত লেগে রক্তাক্ত ছিল।
জাহাঙ্গীর নামে স্থানীয় এক ডুবুরি বলেন, স্পিডবোটটি দ্রুত গতিতে এসে বাল্কহেডের সাথে ধাক্কা দেওয়ার কারণেই যাত্রীরা মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
আব্দুল করিম নামের স্থানীয় এক যুবক বলেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালুবাহী ট্রলারের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগার কথা নয়। সম্ভবত চালকের চোখে ঘুম ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বাল্কহেডের এক কর্মচারী বলেন, ভোর ৬টার আগে হঠাৎ করেই বিকট শব্দে স্পিডবোটটি বাল্কহেডের উপর আছড়ে পড়ে। অথচ স্পিডবোটটি নদীর মাঝ বরাবর যাওয়ার কথা ছিল।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, নিহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো কেউ নিঁখোজ রয়েছে কিনা খোঁজ করা হচ্ছে।
আরও পড়ুন:
শিবচর (মাদারীপুর): শিবচরের কাঁঠালবাড়িতে স্পিডবোট দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত রয়েছে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী ও ফায়ারসার্ভিস কর্মীরা। বাল্কহেডের সঙ্গে দ্রুতগামী যাত্রীবোঝাই স্পিডবোটটির মারাত্মক সংর্ঘষ হয়। ধারণা করা হচ্ছে, এতে মাথায় আঘাত পাওয়ার কারণেই বেশি মানুষ মারা গেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাট থেকে আধা কিলোমিটার পূর্বে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লেগে তলিয়ে যায়। স্পিডবোটটি দ্রুতগতির হওয়ায় বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় উদ্ধারকারী মনির ফকির বলেন, ভোর ৬টার দিকে নদীর পাড়ে এসে দেখি স্পিডবোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আট বছর বয়সী একটি মেয়েকে জীবিত উদ্ধার করি। এছাড়া যে লাশগুলো উদ্ধার করেছি তার বেশিরভাগই মাথায় আঘাত লেগে রক্তাক্ত ছিল।
জাহাঙ্গীর নামে স্থানীয় এক ডুবুরি বলেন, স্পিডবোটটি দ্রুত গতিতে এসে বাল্কহেডের সাথে ধাক্কা দেওয়ার কারণেই যাত্রীরা মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
আব্দুল করিম নামের স্থানীয় এক যুবক বলেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালুবাহী ট্রলারের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগার কথা নয়। সম্ভবত চালকের চোখে ঘুম ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বাল্কহেডের এক কর্মচারী বলেন, ভোর ৬টার আগে হঠাৎ করেই বিকট শব্দে স্পিডবোটটি বাল্কহেডের উপর আছড়ে পড়ে। অথচ স্পিডবোটটি নদীর মাঝ বরাবর যাওয়ার কথা ছিল।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, নিহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো কেউ নিঁখোজ রয়েছে কিনা খোঁজ করা হচ্ছে।
আরও পড়ুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তোলায় সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় চালককে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেন। অপর চালককে ১৫ দিনের কারাদণ্ড দেন।
৬ মিনিট আগেপ্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক
১১ মিনিট আগেজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল
১৪ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৯ মিনিট আগে