নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে প্রাইম মুভারের চলাচল বন্ধ রয়েছে।’
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোন আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করছে না। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্দর থেকেও আইসিডিতে আসছে না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়বে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারবে না।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে আহত রোগী বহন করতে রাজি না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশ সদস্যরা সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
শ্রমিকদের মজুরি, নিয়োগপত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল প্রাইম মুভার শ্রমিকরা।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে কোন প্রাইম মুভার চলাচল করছে না। সারা দেশে প্রাইম মুভারের চলাচল বন্ধ রয়েছে।’
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোন আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করছে না। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্দর থেকেও আইসিডিতে আসছে না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এই কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়বে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারবে না।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মঙ্গলবার রাতে প্রাইম মুভারে আহত রোগী বহন করতে রাজি না হওয়ার জের ধরে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশ সদস্যরা সংগঠনের সভাপতি সেলিম খান ও দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
অভিযোগের বিষয়ে জানতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
শ্রমিকদের মজুরি, নিয়োগপত্রসহ বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিল প্রাইম মুভার শ্রমিকরা।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
৩৪ মিনিট আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে