Ajker Patrika

চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৩: ৪২
চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যু এবং শনাক্তের রেকর্ড হচ্ছে। টানা দুই সপ্তাহের বিধিনিষেধেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই। এ পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, আগের শর্তের ধারাবাহিকতায় ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আট দিনের জন্য বিধিনিষেধ আরোপ করেছে সরকার । শিল্পকারখানা খোলা রেখে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে তা ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। তবে এই সময় গণপরিবহন ও দোকানপাট-শপিংমল খুলে দেওয়ায় এই করোনা বিধিনিষেধ কার্যকর হয়নি বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত