Ajker Patrika

শ্রীপুরে মধ্যরাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৯: ৩৬
শ্রীপুরে মধ্যরাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার নয়েছ টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

মিনিবাসটির চালক মো. মাসুম জানান, সারা দিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজারে আসেন। কোনো যাত্রী না থাকায় বাসটিকে জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দাঁড় করিয়ে তিনি সহকারীকে নিয়ে পাশের হোটেলে ভাত খেতে যান। একপর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কারা বাসে আগুন দিয়েছে তা তিনি দেখতে পাননি বলে জানান।

শ্রীপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত