Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে নারীসহ আহত ২

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতের ঘটনায় রানোয়ারা বেগম (৪০) ও জাহাঙ্গীর আলম (৫৪) নামের দুজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সাহেবাবাদ ও বেজুরা গ্রামে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত রানোয়ারা বেগম সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের লীল মিয়ার স্ত্রী এবং জাহাঙ্গীর আলম দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মৃত আনু মিয়া সর্দারের ছেলে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশে মেঘলা অবস্থা থাকলেও হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় রানোয়ারা বেগম বাড়ির পাশে পুকুরে রান্নার জন্য চাল ধুচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতের শব্দে তিনি প্রচণ্ড ভয় পেয়ে হাতে-পায়ে অস্বস্তি অনুভব করেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে জাহাঙ্গীর আলম নিজ জমিতে ধানের বীজ ছিটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বজ্রপাতের শব্দে তিনি হতভম্ব হয়ে কিছুক্ষণ চোখে দেখতে পাননি। পরে তিনি শারীরিকভাবে দুর্বল অনুভব করলে বাড়ি ফিরে যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা মৌ জানান, বজ্রপাতে আহত রানোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বজ্রপাতের শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে তিনি শারীরিকভাবে গুরুতর আহত নন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে বজ্রপাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত