Ajker Patrika

নাটোরে ‘ডিজে পার্টি’তে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক

নাটোর প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘ডিজে পার্টি’তে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ ও আশপাশের কয়েকটি এলাকার ৫৭ কিশোরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলার গুরুদাসপুরের খুবজিপুর এলাকা থেকে ওই কিশোরদের আটক করা হয়। পরে তাদের গুরুদাসপুর থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সকালে সেনাবাহিনীর সদস্যরা মাদকদ্রব্য ও সেবনের উপকরণসহ ৫৭ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে। এসব কিশোর গুরুদাসপুরের বিলসা এলাকায় নৌভ্রমণের নামে দিনব্যাপী অশ্লীল নাচ ও মাদক সেবনের পরিকল্পনা করেছিল। আটক ৫৭ জনের মধ্যে মাদক বহন ও সেবনে সরাসরি জড়িত থাকায় ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। বাকি ৫০ জন ভবিষ্যতে মাদক গ্রহণ ও বিপজ্জনক ডিজে পার্টি করবে না বলে মুচলেকা দিলে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত