Ajker Patrika

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে আইনজীবী সমিতিতে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতির পর বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ২০২৪-২০২৫ মেয়াদের কার্যকরী কমিটি গঠনে টানা দুই দিনের নির্বাচনে প্রথম দিন সকাল থেকেই আইনজীবীরা উৎসবের আমেজ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল। তিনি আজকের পত্রিকাকে জানান, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শুরু হয়েছে। 

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্যের মধ্যে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদের প্রার্থী আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনোয়ার শাহাদাত শাওন। সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন—সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, সহসভাপতি পদে মো. আবু তৈয়ব, ট্রেজারার পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার ও তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি। 

সদস্য পদে—এমদাদুল হক এমদান, হাফিজ আল মামুন, কাজী হুমায়ুন কবির, মাহমুদুল হাসান, আব্দুর রহমান মিয়া, মো. ইমরান হাসান, মো. মোহসিন উদ্দিন, মোহাম্মাদ মইন উদ্দিন বিপ্লব, শাহিন আহমেদ রুপম ও সুমন আহমেদ। 

নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন—সিনিয়র সহসভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি পদে মো. সাহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মাদ নজরুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক পদে মোসা. নারগিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম মারুফ। 

নীল দলের সদস্য পদে আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন চাঁদ, মো. আসিফ, জাবেদ হোসেন, খালিলুর রহমান, মো. সামসুজ্জামান দিপু, মোহাম্মাদ আলী বাবু, মুক্তা বেগম ও রেজাউল হক রিয়াজ। 

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির গত বছরের (২০২৩-২০২৪) কার্যকরী কমিটি নির্বাচনের দ্বিতীয় দিনে কারচুপির অভিযোগ এনে বিএনপির সমর্থিত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদেই জয়লাভ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত