Ajker Patrika

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকায় তীব্র যানজট, বৃষ্টিতে বাড়তি ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২০: ০০
আজ বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও বৃষ্টিতে সৃষ্ট যানজটে মন্থর হয়ে পড়ে রাজধানী ঢাকা। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও বৃষ্টিতে সৃষ্ট যানজটে মন্থর হয়ে পড়ে রাজধানী ঢাকা। ছবি: আজকের পত্রিকা

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এরই মধ্যে শেষ বিকেলে হঠাৎ নামা বৃষ্টিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

সকাল ১০টার কিছু পর শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়কে থেকে তাঁরা জোহরের নামাজ আদায় করেন।

বেলা ১টায় রামপুরা থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন শহীদ উদ্দিন। হাতিরঝিলের রামপুরার কাছাকাছি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। কিন্তু কিছুদূর গিয়েই জ্যামে আটকা পড়ে অটোরিকশা। একটু পর তিনি জানতে পারেন, পলিটেকনিকের শিক্ষার্থীদের তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে এই যানজট। এফডিসি মোড় থেকে হাতিরঝিলের মধুবাগ, অন্যদিকে মহাখালী পর্যন্ত যানজট দেখা গেছে। দীর্ঘ যানজটের ফলে রাজধানীর সাতরাস্তা এলাকায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

দুপুরে তীব্র গরম থাকলেও বিকেলে ঘন কালো মেঘ করে রাজধানীর বুকে নামে বৈশাখের প্রথম বৃষ্টি। এতে তীব্র গরমে কিছুটা স্বস্তি নেমে এলেও বেড়ে যায় যানজটের মাত্রা। রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় অনেক স্থানে অটোরিকশাসহ বিভিন্ন যান বন্ধ হয়ে যেতে দেখা গেছে।

আজ বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও বৃষ্টিতে সৃষ্ট যানজটে মন্থর হয়ে পড়ে রাজধানী ঢাকা। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও বৃষ্টিতে সৃষ্ট যানজটে মন্থর হয়ে পড়ে রাজধানী ঢাকা। ছবি: আজকের পত্রিকা

মহাখালী এলাকায় প্রায় যানজটে আটকে থাকা মোতালেব হোসেন বলেন, ‘পাঁচ ঘণ্টায় এক পা আগাতে পারিনি। এমন জায়গায় আটকে আছি যে বের হওয়ারও সুযোগ নেই। এর মধ্যে আবার বৃষ্টি। এত ভোগান্তি আর ভালো লাগে না।’

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার শুরু হবে—এই চক্রেই চলবে। কখনো বেশি, কখনো কম। এ সময় তাপমাত্রাও সহনশীল থাকবে।

আজ বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও বৃষ্টিতে সৃষ্ট যানজটে মন্থর হয়ে পড়ে রাজধানী ঢাকা। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও বৃষ্টিতে সৃষ্ট যানজটে মন্থর হয়ে পড়ে রাজধানী ঢাকা। ছবি: আজকের পত্রিকা

আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত