নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এরই মধ্যে শেষ বিকেলে হঠাৎ নামা বৃষ্টিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
সকাল ১০টার কিছু পর শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়কে থেকে তাঁরা জোহরের নামাজ আদায় করেন।
বেলা ১টায় রামপুরা থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন শহীদ উদ্দিন। হাতিরঝিলের রামপুরার কাছাকাছি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। কিন্তু কিছুদূর গিয়েই জ্যামে আটকা পড়ে অটোরিকশা। একটু পর তিনি জানতে পারেন, পলিটেকনিকের শিক্ষার্থীদের তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে এই যানজট। এফডিসি মোড় থেকে হাতিরঝিলের মধুবাগ, অন্যদিকে মহাখালী পর্যন্ত যানজট দেখা গেছে। দীর্ঘ যানজটের ফলে রাজধানীর সাতরাস্তা এলাকায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
দুপুরে তীব্র গরম থাকলেও বিকেলে ঘন কালো মেঘ করে রাজধানীর বুকে নামে বৈশাখের প্রথম বৃষ্টি। এতে তীব্র গরমে কিছুটা স্বস্তি নেমে এলেও বেড়ে যায় যানজটের মাত্রা। রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় অনেক স্থানে অটোরিকশাসহ বিভিন্ন যান বন্ধ হয়ে যেতে দেখা গেছে।
মহাখালী এলাকায় প্রায় যানজটে আটকে থাকা মোতালেব হোসেন বলেন, ‘পাঁচ ঘণ্টায় এক পা আগাতে পারিনি। এমন জায়গায় আটকে আছি যে বের হওয়ারও সুযোগ নেই। এর মধ্যে আবার বৃষ্টি। এত ভোগান্তি আর ভালো লাগে না।’
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার শুরু হবে—এই চক্রেই চলবে। কখনো বেশি, কখনো কম। এ সময় তাপমাত্রাও সহনশীল থাকবে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এরই মধ্যে শেষ বিকেলে হঠাৎ নামা বৃষ্টিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
সকাল ১০টার কিছু পর শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়কে থেকে তাঁরা জোহরের নামাজ আদায় করেন।
বেলা ১টায় রামপুরা থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন শহীদ উদ্দিন। হাতিরঝিলের রামপুরার কাছাকাছি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। কিন্তু কিছুদূর গিয়েই জ্যামে আটকা পড়ে অটোরিকশা। একটু পর তিনি জানতে পারেন, পলিটেকনিকের শিক্ষার্থীদের তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে এই যানজট। এফডিসি মোড় থেকে হাতিরঝিলের মধুবাগ, অন্যদিকে মহাখালী পর্যন্ত যানজট দেখা গেছে। দীর্ঘ যানজটের ফলে রাজধানীর সাতরাস্তা এলাকায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
দুপুরে তীব্র গরম থাকলেও বিকেলে ঘন কালো মেঘ করে রাজধানীর বুকে নামে বৈশাখের প্রথম বৃষ্টি। এতে তীব্র গরমে কিছুটা স্বস্তি নেমে এলেও বেড়ে যায় যানজটের মাত্রা। রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় অনেক স্থানে অটোরিকশাসহ বিভিন্ন যান বন্ধ হয়ে যেতে দেখা গেছে।
মহাখালী এলাকায় প্রায় যানজটে আটকে থাকা মোতালেব হোসেন বলেন, ‘পাঁচ ঘণ্টায় এক পা আগাতে পারিনি। এমন জায়গায় আটকে আছি যে বের হওয়ারও সুযোগ নেই। এর মধ্যে আবার বৃষ্টি। এত ভোগান্তি আর ভালো লাগে না।’
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার শুরু হবে—এই চক্রেই চলবে। কখনো বেশি, কখনো কম। এ সময় তাপমাত্রাও সহনশীল থাকবে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৩ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৪ ঘণ্টা আগে