নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এরই মধ্যে শেষ বিকেলে হঠাৎ নামা বৃষ্টিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
সকাল ১০টার কিছু পর শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়কে থেকে তাঁরা জোহরের নামাজ আদায় করেন।
বেলা ১টায় রামপুরা থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন শহীদ উদ্দিন। হাতিরঝিলের রামপুরার কাছাকাছি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। কিন্তু কিছুদূর গিয়েই জ্যামে আটকা পড়ে অটোরিকশা। একটু পর তিনি জানতে পারেন, পলিটেকনিকের শিক্ষার্থীদের তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে এই যানজট। এফডিসি মোড় থেকে হাতিরঝিলের মধুবাগ, অন্যদিকে মহাখালী পর্যন্ত যানজট দেখা গেছে। দীর্ঘ যানজটের ফলে রাজধানীর সাতরাস্তা এলাকায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
দুপুরে তীব্র গরম থাকলেও বিকেলে ঘন কালো মেঘ করে রাজধানীর বুকে নামে বৈশাখের প্রথম বৃষ্টি। এতে তীব্র গরমে কিছুটা স্বস্তি নেমে এলেও বেড়ে যায় যানজটের মাত্রা। রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় অনেক স্থানে অটোরিকশাসহ বিভিন্ন যান বন্ধ হয়ে যেতে দেখা গেছে।
মহাখালী এলাকায় প্রায় যানজটে আটকে থাকা মোতালেব হোসেন বলেন, ‘পাঁচ ঘণ্টায় এক পা আগাতে পারিনি। এমন জায়গায় আটকে আছি যে বের হওয়ারও সুযোগ নেই। এর মধ্যে আবার বৃষ্টি। এত ভোগান্তি আর ভালো লাগে না।’
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার শুরু হবে—এই চক্রেই চলবে। কখনো বেশি, কখনো কম। এ সময় তাপমাত্রাও সহনশীল থাকবে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এরই মধ্যে শেষ বিকেলে হঠাৎ নামা বৃষ্টিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
সকাল ১০টার কিছু পর শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে অবস্থান নেন। সাড়ে ১০টার দিকে তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়কে থেকে তাঁরা জোহরের নামাজ আদায় করেন।
বেলা ১টায় রামপুরা থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন শহীদ উদ্দিন। হাতিরঝিলের রামপুরার কাছাকাছি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। কিন্তু কিছুদূর গিয়েই জ্যামে আটকা পড়ে অটোরিকশা। একটু পর তিনি জানতে পারেন, পলিটেকনিকের শিক্ষার্থীদের তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে এই যানজট। এফডিসি মোড় থেকে হাতিরঝিলের মধুবাগ, অন্যদিকে মহাখালী পর্যন্ত যানজট দেখা গেছে। দীর্ঘ যানজটের ফলে রাজধানীর সাতরাস্তা এলাকায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
দুপুরে তীব্র গরম থাকলেও বিকেলে ঘন কালো মেঘ করে রাজধানীর বুকে নামে বৈশাখের প্রথম বৃষ্টি। এতে তীব্র গরমে কিছুটা স্বস্তি নেমে এলেও বেড়ে যায় যানজটের মাত্রা। রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় অনেক স্থানে অটোরিকশাসহ বিভিন্ন যান বন্ধ হয়ে যেতে দেখা গেছে।
মহাখালী এলাকায় প্রায় যানজটে আটকে থাকা মোতালেব হোসেন বলেন, ‘পাঁচ ঘণ্টায় এক পা আগাতে পারিনি। এমন জায়গায় আটকে আছি যে বের হওয়ারও সুযোগ নেই। এর মধ্যে আবার বৃষ্টি। এত ভোগান্তি আর ভালো লাগে না।’
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে, থেমে যাবে, আবার শুরু হবে—এই চক্রেই চলবে। কখনো বেশি, কখনো কম। এ সময় তাপমাত্রাও সহনশীল থাকবে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৩ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৩ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৪ ঘণ্টা আগে