গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগ নেতার বাড়ির পাশে সরকারি টাকায় নির্মিত রাস্তা থেকে অবশেষে ইট তুলে নিল ঠিকাদার।
আজ শুক্রবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কৃষক লীগ নেতা সূর্যত আলীর বাড়ির পাশে নির্মিত তিনটি রাস্তার ইট তুলে নেয়।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সরকারি খরচে নেতার বাড়ির জন্য তিনটি রাস্তা নির্মাণের খবর দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
শিমুলতলী গ্রামের স্বঘোষিত কৃষক লীগ নেতা সূর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তাসংলগ্ন তাঁর বাড়ির দুপাশে তিনটি ইট বিছানো রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকায় এভাবে রাস্তা নির্মাণ করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা গেছে, সূর্যত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে সূর্যত আলী নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা থাকার পরও ওই নেতা তাঁর বাড়ির পাশে তিনটি রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকা নয়-ছয় করে তিনটি রাস্তা নির্মাণের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে সূর্যত আলী বলেন, ‘আমি সরকারিভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনল না।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রফিকুল আহসান বলেন, ‘বিধি মোতাবেক সরকারি রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। প্রকল্পভুক্ত এলাকার বাইরে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগ নেতার বাড়ির পাশে সরকারি টাকায় নির্মিত রাস্তা থেকে অবশেষে ইট তুলে নিল ঠিকাদার।
আজ শুক্রবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কৃষক লীগ নেতা সূর্যত আলীর বাড়ির পাশে নির্মিত তিনটি রাস্তার ইট তুলে নেয়।
জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সরকারি খরচে নেতার বাড়ির জন্য তিনটি রাস্তা নির্মাণের খবর দৈনিক আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
শিমুলতলী গ্রামের স্বঘোষিত কৃষক লীগ নেতা সূর্যত আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাকা রাস্তাসংলগ্ন তাঁর বাড়ির দুপাশে তিনটি ইট বিছানো রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকায় এভাবে রাস্তা নির্মাণ করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা গেছে, সূর্যত আলী উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তবে সূর্যত আলী নিজেকে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি দাবি করলেও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তা অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় বহু জনগুরুত্বপূর্ণ রাস্তা থাকার পরও ওই নেতা তাঁর বাড়ির পাশে তিনটি রাস্তা নির্মাণ করে নেন। সরকারি টাকা নয়-ছয় করে তিনটি রাস্তা নির্মাণের খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ব্যাপারে সূর্যত আলী বলেন, ‘আমি সরকারিভাবে রাস্তা পেয়েছিলাম। ঠিকাদার আমার রাস্তার ইট তুলে নিয়েছে। আমি অনেক অনুরোধ করার পরও শুনল না।’
শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রফিকুল আহসান বলেন, ‘বিধি মোতাবেক সরকারি রাস্তা নির্মাণ করা হয়ে থাকে। প্রকল্পভুক্ত এলাকার বাইরে রাস্তা থেকে ইট তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সেই অনুযায়ী ঠিকাদার ব্যবস্থা নিয়েছে।’
ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
২ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
১০ মিনিট আগেগুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বনানী ১১ নম্বর রোডে বিক্ষোভে নামেন রিকশাচালকেরা। ছবি তুলতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
২১ মিনিট আগে