Ajker Patrika

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওভারটেকিংয়ের সময় বাস উল্টে নিহত ১, আহত ২০

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৭: ৫৯
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওভারটেকিংয়ের সময় বাস উল্টে নিহত ১, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মালিগ্রাম এলাকায় ওভারটেকিংয়ের সময় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪৫)। তিনি হানিফ পরিবহনের সুপারভাইজার বলে জানা গেছে। বাড়ি ঝালকাঠি জেলায়। আহতদের মালিগ্ৰাম ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী, ভাঙ্গা থানা ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মাদারীপুরের শিবচর হাইওয়ে পুলিশ,  ফরিদপুরের ভাঙ্গা থানা-পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

ভাঙ্গায় দুর্ঘটনার শিকার বাসহাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার এমরান আলী বলেন, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাসকে ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহন ওভারটেকিং করার সময় চাপ দেয়। এ সময় হানিফ পরিবহনের বাসটি রেলিংয়ে ধাক্কা লেগে সড়কে উল্টে যায়। প্রথমে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে। পরে পুলিশ এসে হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে।

দুর্ঘটনায় আহত লুনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগামী বাস দুটি একে অপরকে ওভারটেকিং করার চেষ্টা করছিল অনেকক্ষণ যাবৎ। দুর্ঘটনাস্থলে পৌঁছালে দোলা পরিবহনের বাসটি আমাদের হানিফ পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় বিকট শব্দের সৃষ্টি হয়। আমাদের বাসটি রাস্তায় উল্টে পড়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত