গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২–এ বন্দী এক বিএনপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আসাদুজ্জামান খান হিরা।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখানেই রাতে ভর্তি করা হয়।
আসাদুজ্জামান খান হিরা (৩৮) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে গত ২৫ নভেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হলে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে মারা যান চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ–সভাপতি গোলাপ রহমান (৬৩)।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিরুল ইসলাম বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আসাদুজ্জামান খান গতকাল রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শ্রীপুর থানা-পুলিশ শ্রীপুর রেলস্টেশন এলাকা থেকে মো. আসাদুজ্জামান খান হিরাকে গ্রেপ্তার করে। তার পর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী ছিলেন।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২–এ বন্দী এক বিএনপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আসাদুজ্জামান খান হিরা।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখানেই রাতে ভর্তি করা হয়।
আসাদুজ্জামান খান হিরা (৩৮) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে গত ২৫ নভেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হলে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে মারা যান চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ–সভাপতি গোলাপ রহমান (৬৩)।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিরুল ইসলাম বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আসাদুজ্জামান খান গতকাল রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শ্রীপুর থানা-পুলিশ শ্রীপুর রেলস্টেশন এলাকা থেকে মো. আসাদুজ্জামান খান হিরাকে গ্রেপ্তার করে। তার পর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী ছিলেন।
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাহিদের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন তিনজনের সাক্ষ্য নেওয়া হয়।
২১ মিনিট আগেনেত্রকোনার দুই উপজেলায় বজ্রপাতে মাদ্রাসাশিক্ষকসহ এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচরে ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানভর্তি এই মাছ জব্দ করে উপজেলা মৎস্য কার্যালয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
১ ঘণ্টা আগেরোববার বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
১ ঘণ্টা আগে