Ajker Patrika

কাশিমপুর কারাগারে বন্দী বিএনপির আরেক নেতার হাসপাতালে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২৩: ০২
কাশিমপুর কারাগারে বন্দী বিএনপির আরেক নেতার হাসপাতালে মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২–এ বন্দী এক বিএনপি নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আসাদুজ্জামান খান হিরা।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এখানেই রাতে ভর্তি করা হয়। 

আসাদুজ্জামান খান হিরা (৩৮) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাওরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 

এর আগে গত ২৫ নভেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হলে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে মারা যান চট্টগ্রাম মহানগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ–সভাপতি গোলাপ রহমান (৬৩)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিরুল ইসলাম বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আসাদুজ্জামান খান গতকাল রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শ্রীপুর থানা-পুলিশ শ্রীপুর রেলস্টেশন এলাকা থেকে মো. আসাদুজ্জামান খান হিরাকে গ্রেপ্তার করে। তার পর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত