নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহর মাইজদীতে শাহরিয়ার হাসান রিমন (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাই। গতকাল রোববার বিকেলে মাইজদীর বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে।
রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তার গ্রামের বাড়ি হাতিয়া উপজেলায়।
জানা গেছে, রিমন নোয়াখালী পৌর এলাকার হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই দিন আগে তার স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। তখন রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে, ‘আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক।’ পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়।
গতকাল বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে হামলাকারীদের আটকের দাবিতে সুধারাম মডেল থানার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত জড়িতদের আটক না করলে কঠোর আন্দোলন করা হবে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আহত কিশোরের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।
নোয়াখালী জেলা শহর মাইজদীতে শাহরিয়ার হাসান রিমন (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাই। গতকাল রোববার বিকেলে মাইজদীর বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে।
রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তার গ্রামের বাড়ি হাতিয়া উপজেলায়।
জানা গেছে, রিমন নোয়াখালী পৌর এলাকার হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই দিন আগে তার স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। তখন রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে, ‘আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক।’ পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়।
গতকাল বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে হামলাকারীদের আটকের দাবিতে সুধারাম মডেল থানার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত জড়িতদের আটক না করলে কঠোর আন্দোলন করা হবে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আহত কিশোরের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।
আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার জাফরপুর রেলস্টেশনসংলগ্ন হলহেলিয়া রেলসেতুর পূর্ব পাশের মোড়ে ইঞ্জিন বিকল হয়ে ওই ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগেরিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
২৭ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
১ ঘণ্টা আগে