Ajker Patrika

মাদারীপুরে বালু তোলার ড্রেজার মেশিনে আগুন দিল উত্তেজিত জনতা

মাদারীপুর প্রতিনিধি
রাতের আঁধারে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ছবি: আজকের পত্রিকা
রাতের আঁধারে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক দিন ধরে কুমার নদে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। এতে ভাঙছে নদের পাড়। হুমকিতে পড়ছে ঘরবাড়িসহ বহু স্থাপনা। গতকাল রাতেও অবৈধ ড্রেজার মেশিন নিয়ে বালু উত্তোলন করতে আসে তারা। পরে স্থানীয়রা বালু উত্তোলনকারীদের ধাওয়া দিলে দ্রুত ট্রলার নিয়ে পালিয়ে যায় তারা। পরে উত্তেজিত জনতা একটি ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দেয়।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। যাঁরা এই বালু উত্তোলনের কাজে জড়িত তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া এমন কর্মকাণ্ডের খবর পেলে পুলিশও আইনগত ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত