Ajker Patrika

পার্বত্য চট্টগ্রামে বন কই, প্রশ্ন উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

রাঙামাটি প্রতিনিধি 
রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: আজকের পত্রিকা
রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘মুন্সিগঞ্জ, নরসিংদী, এমনকি সিলেটেও পার্বত্য চট্টগ্রামের চেয়ে বেশি বনভূমি দেখা যায়। সেখানে পার্বত্য চট্টগ্রাম বন কই? পার্বত্য চট্টগ্রামের এই অবস্থা হলো কেন?’

আজ শনিবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠে সাত দিনের বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রদীপ চাকমা এসব প্রশ্ন তোলেন। ৮ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আশির দশকে পার্বত্য চট্টগ্রাম যে গাছ, বাঁশগুলো দাঁড়িয়ে ছিল, সেগুলোর একটিও নেই। আশির দশক-পরবর্তী পার্বত্য চট্টগ্রামের বনায়ন ধ্বংস হয়ে গেছে। বননির্ভর কাপ্তাই কর্ণফুলী পেপার মিলটি চালুকরণের অবস্থা আমি দেখি না। তবু বলেছি, চালু করা যায় কি না দেখেন। তাতে অন্তত কিছু মানুষের হলেও কর্মসংস্থান হবে।’

সুপ্রদীপ চাকমার মতে, পাহাড়ে বনের এই অবস্থার জন্য এলাকার মানুষ প্রত্যেকে কমবেশি দায়ী এবং বন বিভাগও কম দায়ী নয়।

উপদেষ্টা বলেন, ‘যেসব গাছ পরিবেশের জন্য ক্ষতি করছে, সেটা নিয়ে একটা জরিপ করা দরকার। এখন কোনো জরিপ ছাড়া কথা বলা হচ্ছে। জুমচাষ ক্ষতিকর, আদা-হলুদ লাগানো যাবে না—এসব অনেক অবৈজ্ঞানিক কথা বলা হয়। শুধু বললে হবে না, এ থেকে উত্তরণের পথও বের করতে হবে।’

অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, জেলা সিভিল সার্জন নুয়েন খীসা ও পুলিশ সুপার এম ফরহাদ হোসেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত