ফরিদপুর প্রতিনিধি
কাজী জাফর উল্যাহ ফরিদপুরের সবচেয়ে ব্যর্থ পুরুষ বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। বিভিন্ন সভা-সমাবেশে দুজনেই একে অপরকে নিয়ে বিষোদ্গার করে আসছেন।
আজ রোববার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন নিক্সন চৌধুরী।
নির্বাচনী সভায় নিক্সন চৌধুরী বলেন, ‘ফুফু আগেও আপনারে দুইবার নৌকা দিছে; কিন্তু চাচা মাথা ঘামান, বইঠা আমারে দিছে। বইঠা ছাড়া নৌকা অচল। ফুফু কয় যা উনারে নৌকা দিয়েছি তুই বইঠা নিয়ে যা। বইঠা দিয়ে আমি গাঙ পাড়ি দিই। আর আপনি নৌকা নিয়ে গাঙের ভেতরে তাল-বেতাল হয়ে যান। আপনি সবচেয়ে ব্যর্থ পুরুষ, এই ফরিদপুরের মধ্যে দুই দুইবার নৌকা ডুবাইছেন, তৃতীয়বারের মতো ডুবাইতে যাচ্ছেন। বঙ্গবন্ধু যদি জীবিত থাকত আপনাকে ছাত্রলীগের অফিসের পিয়নও বানাইতো না। আজ কোন মুখে ভোট চাইতে আসছেন, লজ্জা শরম নাই?’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘এখন বসন্তের কোকিল এসেছে, তাও ইলেকশনের দুই মাস আগে। ঢাকায় যাইয়্যা লেপ মুড়ি দিয়ে শুইয়্যা আছেন। কোনো খবর নাই। মনে অয় উনি এত কাজ করছে যে তিন থানায় ওনার ভোট গিজ গিজ করতাছে। উনি মঞ্চে উঠে কান্দে, নাটকবাজী আরম্ভ করেছে। আসলে দোষ ওনারনা, দোষ পাবনার পাগলা গারদের দারোয়ানের। ওই ব্যাটা ঘুমাইছে, উস্তাদে বাইরাইয়ে আইছে। ভণ্ডামি করে ভোট নিতে চায়। আপনারা গত পাঁচ বছরে যেমন দেখেন নাই, ভোট নিয়ে জিতলে আগামী পাঁচ বছরেও দেখবেন না।’
সভায় ঢেউখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মস্তফা মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সায়েদিদ গামাল লিপু, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ অনেকে।
কাজী জাফর উল্যাহ ফরিদপুরের সবচেয়ে ব্যর্থ পুরুষ বলে মন্তব্য করেছেন মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। বিভিন্ন সভা-সমাবেশে দুজনেই একে অপরকে নিয়ে বিষোদ্গার করে আসছেন।
আজ রোববার বিকেলে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেন নিক্সন চৌধুরী।
নির্বাচনী সভায় নিক্সন চৌধুরী বলেন, ‘ফুফু আগেও আপনারে দুইবার নৌকা দিছে; কিন্তু চাচা মাথা ঘামান, বইঠা আমারে দিছে। বইঠা ছাড়া নৌকা অচল। ফুফু কয় যা উনারে নৌকা দিয়েছি তুই বইঠা নিয়ে যা। বইঠা দিয়ে আমি গাঙ পাড়ি দিই। আর আপনি নৌকা নিয়ে গাঙের ভেতরে তাল-বেতাল হয়ে যান। আপনি সবচেয়ে ব্যর্থ পুরুষ, এই ফরিদপুরের মধ্যে দুই দুইবার নৌকা ডুবাইছেন, তৃতীয়বারের মতো ডুবাইতে যাচ্ছেন। বঙ্গবন্ধু যদি জীবিত থাকত আপনাকে ছাত্রলীগের অফিসের পিয়নও বানাইতো না। আজ কোন মুখে ভোট চাইতে আসছেন, লজ্জা শরম নাই?’
নিক্সন চৌধুরী আরও বলেন, ‘এখন বসন্তের কোকিল এসেছে, তাও ইলেকশনের দুই মাস আগে। ঢাকায় যাইয়্যা লেপ মুড়ি দিয়ে শুইয়্যা আছেন। কোনো খবর নাই। মনে অয় উনি এত কাজ করছে যে তিন থানায় ওনার ভোট গিজ গিজ করতাছে। উনি মঞ্চে উঠে কান্দে, নাটকবাজী আরম্ভ করেছে। আসলে দোষ ওনারনা, দোষ পাবনার পাগলা গারদের দারোয়ানের। ওই ব্যাটা ঘুমাইছে, উস্তাদে বাইরাইয়ে আইছে। ভণ্ডামি করে ভোট নিতে চায়। আপনারা গত পাঁচ বছরে যেমন দেখেন নাই, ভোট নিয়ে জিতলে আগামী পাঁচ বছরেও দেখবেন না।’
সভায় ঢেউখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মস্তফা মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট সায়েদিদ গামাল লিপু, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ অনেকে।
রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার শিরুয়াইল বাজারে এ আগুন লাগে। তা নেভাতে গিয়ে এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২১ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগেনগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
৮ ঘণ্টা আগে