Ajker Patrika

টঙ্গীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
দুর্ঘটনার শিকার অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনার শিকার অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন রিকশা আরোহী আহত হয়েছেন। আজ ‎শনিবার ভোর ৫টার দিকে টঙ্গীর নীমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম শাহিন মিয়া (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল নন্দিবাড়ী এলাকার মৃত বদিউল আলম ব্যাপারীর ছেলে। শনিবার দুপুর পর্যন্ত আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে নিমতলী এলাকায় সিলেটগামী বিলাশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক এবং তিনজন আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চালকসহ অপর এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অটোরিকশাচালক শাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীকে পঙ্গু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অপর দুই আরোহী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল টঙ্গী ও পুবাইল থানার মাঝামাঝি জায়গায়। পূবাইল থানা পুলিশের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত