Ajker Patrika

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার এক সপ্তাহ পার হলেও দোষীদের শনাক্ত ও আইনের আওতায় না আনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির আয়োজিত এক মানববন্ধনে ব্যবসায়ীরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো. ইদ্রিস মিয়াসহ অন্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, দুষ্কৃতকারীদের মোটরসাইকেলের নম্বরপ্লেট থাকা সত্ত্বেও পুলিশ এখনো তাদের শনাক্ত করতে পারেনি। তাঁরা দাবি করেন, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ব্যবসায়ী এমন হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

স্বর্ণ ব্যবসায়ীরা আরও বলেন, ‘টাকা পাঠানোর মেসেজ চেক করলে আসামিদের শনাক্ত করা সম্ভব। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তায় আমরা হতাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে ব্যবসায়ী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে গুলি করে তাঁর কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা রামপুরা থানায় মামলা করেন। মামলায় ছয় থেকে সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত