Ajker Patrika

প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও, ৪ জন কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও, ৪ জন কারাগারে

মোবাইল ফোনে প্রেম। এরপর বাসায় ডেকে বিবস্ত্র করে নগ্ন ভিডিও ধারণ। পরে সেটি ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। এমনই প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লা ভুইগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় হৃদয় হোসেন (৩২) নামে এক যুবককে প্রতারক চক্রের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী যুবক মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

প্রেপ্তাররা হলেন–মোরশেদ আলম (৩৫), তার স্ত্রী পাপিয়া খাতুন (৩৩), নয়ন আলী (২৯) ও কান্তা মনি (২২)। 

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে প্রেমের ফাঁদ পাতে চক্রের নারী সদস্যরা। একাধিক পুরুষকে বাসায় ডেকে এনে এভাবেই মুক্তিপণ আদায় ও পরবর্তীতে অর্থ হাতিয়ে নিত তারা। অনেকে আত্ম–সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখতেন। হৃদয় হোসেনকে আটকে রাখার পর বিষয়টি পুলিশকে জানালে সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের মোবাইল ফোন থেকে বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত