সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে কমিটির অনুমোদন না দিয়েই সম্মেলন থেকে চলে গেলেন নেতারা। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। এতে জেলা-উপজেলা নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে।
জানা গেছে, সিঙ্গাইর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এরই মধ্যে ৬টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার ছিল বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিন সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় বিকেল ৪টায়। পরে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি অনুমোদন দেওয়ার কথা থাকলেও উপজেলা আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্বের কারণে নতুন কমিটি অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মমতাজ বেগম এই কমিটি অনলাইনে ঘোষণা দেওয়া কথা বলে সভাস্থান ত্যাগ করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খানসহ জেলা-উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান বলেন, বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী ও সাংগঠনিক নেতাদের মূল্যায়ন না করে অযোগ্য লোকজন দিয়ে কমিটি দেওয়ার চেষ্টা চলছিল। ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের ভোটের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করার কথা থাকলেও তা করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদের কথা মতো সভাপতি মমতাজ বেগম অযোগ্য লোকদের কমিটিতে রাখার প্রস্তাব করেন। তাই স্থানীয় নেতা কর্মীরা বাধা দেয়। পরে কমিটি অনুমোদন না দিয়েই সভা ত্যাগ করেন নেতা কর্মীরা।
এ বিষয়ে কথা বলতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম ও যুগ্ম সম্পাদক শহিদুর রহমান শহিদের মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তাঁদের পাওয়া যায়নি।
আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে কমিটির অনুমোদন না দিয়েই সম্মেলন থেকে চলে গেলেন নেতারা। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। এতে জেলা-উপজেলা নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে।
জানা গেছে, সিঙ্গাইর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এরই মধ্যে ৬টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার ছিল বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিন সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় বিকেল ৪টায়। পরে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি অনুমোদন দেওয়ার কথা থাকলেও উপজেলা আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্বের কারণে নতুন কমিটি অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মমতাজ বেগম এই কমিটি অনলাইনে ঘোষণা দেওয়া কথা বলে সভাস্থান ত্যাগ করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খানসহ জেলা-উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান বলেন, বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের ত্যাগী ও সাংগঠনিক নেতাদের মূল্যায়ন না করে অযোগ্য লোকজন দিয়ে কমিটি দেওয়ার চেষ্টা চলছিল। ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের ভোটের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করার কথা থাকলেও তা করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদের কথা মতো সভাপতি মমতাজ বেগম অযোগ্য লোকদের কমিটিতে রাখার প্রস্তাব করেন। তাই স্থানীয় নেতা কর্মীরা বাধা দেয়। পরে কমিটি অনুমোদন না দিয়েই সভা ত্যাগ করেন নেতা কর্মীরা।
এ বিষয়ে কথা বলতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম ও যুগ্ম সম্পাদক শহিদুর রহমান শহিদের মোবাইল ফোনে একাধিক বার কল করলেও তাঁদের পাওয়া যায়নি।
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে