Ajker Patrika

অমির আরও ৬ সহযোগী গ্রেপ্তার, বিপুল পাসপোর্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক
অমির আরও ৬ সহযোগী গ্রেপ্তার, বিপুল পাসপোর্ট জব্দ

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তুহিন সিদ্দিকী অমির আরও ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় মানব পাচারের মামলায় তদন্ত করতে গিয়ে আজ সোমবার সিআইডি তাঁদের গ্রেপ্তার করে। ওই মামলায় অমি ছাড়াও পাঁচজনকে নামে এবং অজ্ঞাত ছয়–সাতজনকে আসামি করা হয়েছিল।

সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থেকে বিপুলসংখ্যক পাসপোর্ট জব্দ করা হয়। আগামীকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, আমাদের তালিকাভুক্ত মানব পাচারকারীদের একজন অমি। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছিল। এর মাঝেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানা-পুলিশ গ্রেপ্তার না করলে সিআইডি তাঁকে মানবপাচারের দায়ে গ্রেপ্তার করত।

গত ৮ জুন মধ্যরাতে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় গত সোমবার গ্রেপ্তার হন অমি। সাভার থানায় করা পরীমণির মামলার দুই নম্বর আসামি ছিলেন তিনি। অমি বর্তমানে মাদকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রিমান্ডে রয়েছেন।

অমি গ্রেপ্তারের একদিন পর মঙ্গলবার রাজধানীর দক্ষিণখানের তাঁর মালিকানাধীন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়। সেখান থেকে বাছির ও মশিউর মিয়া নামের অমির দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বেআইনিভাবে পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তারে তিনদিন পর তাঁদের জামিন দিয়েছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত