Ajker Patrika

স্কুলছাত্রী অপহরণের মামলায় নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৪: ৩১
স্কুলছাত্রী অপহরণের মামলায় নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রী অপহরণ মামলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন পাংশার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম জামরল ইসলাম মণ্ডল (৪৯)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের সিরাজুর ইসলাম মণ্ডলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। অন্যদিকে ভুক্তভোগী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।

বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল সোমবার ওই ছাত্রীর বাবা বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আজ মঙ্গলবার সকালে আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত