Ajker Patrika

পরীমণির বাসা থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়ার নির্দেশ আদালতের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীমণির বাসা থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়ার নির্দেশ আদালতের 

চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির গাড়ি, আইপ্যাড, মোবাইলসহ ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার পরীমণির জব্দকৃত আলামতসমূহ ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ সময় পরীমণি আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর পরীমনি তাঁর জব্দকৃত আলামতসমূহ ফেরত দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। ওই দিন আদালত পরিমনির জব্দকৃত আলামত সম্পর্কে তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন চান। আদালতের নির্দেশ মোতাবেক গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক কাজী গোলাম মোস্তফা প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, জব্দকৃত আলামতসমূহ পরীমণিকে ফেরত দিলে মামলার তদন্তকাজে ব্যাঘাত সৃষ্টি হবে না। এই কারণে এসব আলামত তাকে ফেরত দেওয়া যায়। আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের মহানগর দায়রা আদালতের পিপি আবু আব্দুল্লাহ আলামত ফেরত দেওয়ার বিষয়ে বলেন, রাষ্ট্রপক্ষের কোন আপত্তি নেই।

গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়।

পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে গ্রেপ্তারের সময় একটি গাড়ি, আইপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র জব্দ করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত