Ajker Patrika

সাবেক ঢাবি ভিসি আরেফিন সিদ্দিকের স্মরণসভা করছে সাংবাদিকতা বিভাগ

ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ। আগামী ৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে স্মরণসভাটি অনুষ্ঠিত হবে।

আজ সোমবার বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক জরুরি অ্যাকাডেমিক কমিটির সভায় অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্যারের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত শিক্ষকেরা শিক্ষাবিদ হিসেবে ড. আরেফিন সিদ্দিক স্যারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এই উপলক্ষে বৃহৎ পরিসরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বর্তমান ও প্রাক্তন; সব শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে একটি স্মরণসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

প্রয়াত এই শিক্ষকের স্মৃতি তর্পণের এই আয়োজনটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দ্রুত সম্পন্ন করতে আগ্রহী হলেও ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ায় তা করতে পারেনি। বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে না থাকায় এবং সার্বিক দিক বিবেচনা করে ৯ এপ্রিল এই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত