Ajker Patrika

আরও ৪ সাবেক এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরও ৪ সাবেক এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও চার সাবেক সংসদ সদস্যের (এমপি) দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ মঙ্গলবার দুদকের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া সাবেক চার সংসদ সদস্য হলেন—দিনাজপুর-৫ আসনের ইকবালুর রহিম, রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান, গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের শাহে আলম তালুকদার। 

দিনাজপুর-৫ আসনের ইকবালুর রহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারে অর্থ আত্মসাৎ করেন। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। ইকবালুর রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভাই। 

রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ টাকায় ব্যাংক গড়ে তোলাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ও অবৈধভাবে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে। 

বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

অন্যদিকে গত রোববার শাহে আলম তালুকদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৃথক আরও একটি অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটা এর সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। 

শাহে আলম ছাড়াও গত ২৫ আগস্ট সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ শম্ভু ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত