নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও চার সাবেক সংসদ সদস্যের (এমপি) দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া সাবেক চার সংসদ সদস্য হলেন—দিনাজপুর-৫ আসনের ইকবালুর রহিম, রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান, গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের শাহে আলম তালুকদার।
দিনাজপুর-৫ আসনের ইকবালুর রহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারে অর্থ আত্মসাৎ করেন। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। ইকবালুর রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভাই।
রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ টাকায় ব্যাংক গড়ে তোলাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ও অবৈধভাবে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে গত রোববার শাহে আলম তালুকদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৃথক আরও একটি অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটা এর সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।
শাহে আলম ছাড়াও গত ২৫ আগস্ট সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ শম্ভু ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও চার সাবেক সংসদ সদস্যের (এমপি) দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া সাবেক চার সংসদ সদস্য হলেন—দিনাজপুর-৫ আসনের ইকবালুর রহিম, রাজশাহী-৫ আসনের ডা. মনসুর রহমান, গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদ ও বরিশাল-২ আসনের শাহে আলম তালুকদার।
দিনাজপুর-৫ আসনের ইকবালুর রহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারে অর্থ আত্মসাৎ করেন। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। ইকবালুর রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভাই।
রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ টাকায় ব্যাংক গড়ে তোলাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ও অবৈধভাবে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে গাইবান্ধা-৪ আসনের মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদারের বিরুদ্ধে টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে গত রোববার শাহে আলম তালুকদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৃথক আরও একটি অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা ও কাবিটা এর সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।
শাহে আলম ছাড়াও গত ২৫ আগস্ট সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ শম্ভু ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে