Ajker Patrika

চতুর্থ গণবিজ্ঞপ্তি: ফল বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চতুর্থ গণবিজ্ঞপ্তি: ফল বাতিলের দাবিতে বিক্ষোভ

চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল বাতিল ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে চাকরিপ্রার্থীরা। আজ রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনের রাস্তায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন শতাধিক চাকরিপ্রার্থী। এ সময় নানা স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভ চলার একপর্যায়ে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিপ্রার্থীরা। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানটির সামনে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে নির্দেশনা দেন এবং আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নেয়।

বিক্ষোভে আন্দোলনকারীরা বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তির ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করতে হবে। কর্তৃপক্ষের অনিয়মের কারণে মেধায় এগিয়ে থেকেও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

আকরাম নামের এক চাকরিপ্রার্থী বলেন, গণবিজ্ঞপ্তির ৭ নম্বর নীতিমালা অনুযায়ী আমাদের সুপারিশ করতে হবে। প্রকাশিত ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করে অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধান করে দ্রুত নির্ভুল ফলাফল প্রকাশ করতে হবে।

পরে পুলিশের সহযোগিতায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএ কার্যালয়ে যান। তাদের সঙ্গে কথা বলেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান। বের হয়ে আন্দোলনকারিরা জানান, চেয়ারম্যান তাদের বলেছেন অনেকের আবেদন যাচাই করা হচ্ছে, এখনো এটা প্রক্রিয়াধীন। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১২ মার্চ রাতে শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৩২ হাজার ৪৩৮ প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত