Ajker Patrika

শ্রীপুরে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৫: ১৭
শ্রীপুরে সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরের শ্রীপুরে একটি সুতার কারখানায় আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের বিসমিল্লাহ স্পিনিং মিলসে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিটকে প্রস্তুত রাখা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। বর্তমানে তিনটি ইউনিট কাজ করছে। আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিতে রাস্তায় রয়েছে।’ 

গাজীপুরের শ্রীপুরের বিসমিল্লাহ স্পিনিং মিলসে আগুন লেগেছেএ নিয়ে বিসমিল্লাহ স্পিনিং মিলসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপর সাড়ে ১২টার দিকে কারখানার পশ্চিম পাশের একটি শেডে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার পুরো শেডে ছড়িয়ে পড়ে। শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করেছেন।’ 

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আমজাদ হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে কারখানার দিকে রওনা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত