শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের আদলে নির্মাণ করা হবে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র। আজ বৃহস্পতিবার সকালে প্রকল্পটির জন্য মাদারীপুর জেলার শিবচরে জায়গা পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্পের জন্য শিবচরের সন্ন্যাসীর চর এলাকার আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকা পরিদর্শন করেন তাঁরা।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সিডনির অপেরা হাউসের আদলে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে করতে চাই। এই অপেরা হাউসের সিদ্ধান্ত হয়েছিল ঢাকার হাতিরঝিলে। কিন্তু সেখানকার যে জনবসতি ও যানবাহন সেখানে এটি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চিফ হুইপ মহোদয়ের সাহায্য চেয়েছি। সেই মোতাবেক আমরা শিবচরের আড়িয়াল খাঁ পাড় পরিদর্শনে এসেছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সিডনির অপেরা হাউসের আদলে শেখ হাসিনা অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের পাড়ে জায়গা পরিদর্শন করেছি। আমাদের কাছে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এ জায়গাটি অপেরা হাউসের জন্য অসাধারণ জায়গা মনে হয়েছে। যে বিশাল জায়গা প্রয়োজন সেটা এখানে আছে।’
অপেরা হাউস দৃষ্টিনন্দন করতে জলাভূমি লাগে। এখানে আড়িয়াল খাঁ নদ রয়েছে। এই নদে জোয়ার-ভাটা হয়। সাংস্কৃতিক অঙ্গনের সবকিছু এখানে থাকবে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘যেহেতু চিফ হুইপ মহোদয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুমোদন চাইব। খুব দ্রুত সমীক্ষা করে এই সরকারের মেয়াদকালেই নকশার কাজ সম্পন্ন করব।’
এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘এই প্রকল্পটি আমরা স্পোর্টস সিটির পাশেই করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের কাজও এগিয়ে নিচ্ছি। রেল স্টেশনের পাশেই এটি নির্মিত হলে মানুষ অনেক সুবিধা পাবে। মন্ত্রী মহোদয় এ এলাকা পছন্দ করেছেন। আমরা এ জায়গা দিতে প্রস্তুত আছি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা প্রমুখ।
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের আদলে নির্মাণ করা হবে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র। আজ বৃহস্পতিবার সকালে প্রকল্পটির জন্য মাদারীপুর জেলার শিবচরে জায়গা পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্পের জন্য শিবচরের সন্ন্যাসীর চর এলাকার আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকা পরিদর্শন করেন তাঁরা।
এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সিডনির অপেরা হাউসের আদলে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে করতে চাই। এই অপেরা হাউসের সিদ্ধান্ত হয়েছিল ঢাকার হাতিরঝিলে। কিন্তু সেখানকার যে জনবসতি ও যানবাহন সেখানে এটি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চিফ হুইপ মহোদয়ের সাহায্য চেয়েছি। সেই মোতাবেক আমরা শিবচরের আড়িয়াল খাঁ পাড় পরিদর্শনে এসেছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সিডনির অপেরা হাউসের আদলে শেখ হাসিনা অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদের পাড়ে জায়গা পরিদর্শন করেছি। আমাদের কাছে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এ জায়গাটি অপেরা হাউসের জন্য অসাধারণ জায়গা মনে হয়েছে। যে বিশাল জায়গা প্রয়োজন সেটা এখানে আছে।’
অপেরা হাউস দৃষ্টিনন্দন করতে জলাভূমি লাগে। এখানে আড়িয়াল খাঁ নদ রয়েছে। এই নদে জোয়ার-ভাটা হয়। সাংস্কৃতিক অঙ্গনের সবকিছু এখানে থাকবে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘যেহেতু চিফ হুইপ মহোদয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুমোদন চাইব। খুব দ্রুত সমীক্ষা করে এই সরকারের মেয়াদকালেই নকশার কাজ সম্পন্ন করব।’
এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘এই প্রকল্পটি আমরা স্পোর্টস সিটির পাশেই করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের কাজও এগিয়ে নিচ্ছি। রেল স্টেশনের পাশেই এটি নির্মিত হলে মানুষ অনেক সুবিধা পাবে। মন্ত্রী মহোদয় এ এলাকা পছন্দ করেছেন। আমরা এ জায়গা দিতে প্রস্তুত আছি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা প্রমুখ।
নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে বন বিভাগের আকাশমণিগাছের কাঠ ভারতে পাচারের সময় গাছসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার
০১ জানুয়ারি ১৯৭০ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিগত প্রশাসনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত
২ মিনিট আগেবিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিশেষ টহল দল শুক্রবার (২৬ জুলাই) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপির সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায়। অভিযানে সীমান্তের
৭ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে এক কিশোর। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকার কাশেম মহাজনের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে