Ajker Patrika

হৃদ্‌রোগ হাসপাতালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকার ব্যবসায়িক আধিপত্য ও দখলকে কেন্দ্র করে বিএনপিপন্থী দুটি গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে। এতে ছয় থেকে সাতজন আহত হয়েছেন।

প্রথম দফার সংঘর্ষ ঘটে আজ শনিবার বেলা ১১টার দিকে হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতালের মাঝামাঝি এলাকায়। এরপর দ্বিতীয় দফার সংঘর্ষ হয় সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাউয়ুম জানান, ‘বিএনপিপন্থী বিপ্লব ও অপু গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব থেকে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তবে দলীয় জ্যেষ্ঠ নেতাদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালকেন্দ্রিক টেন্ডার, অ্যাম্বুলেন্স ব্যবসা, ফুটপাত নিয়ন্ত্রণসহ অন্যান্য ব্যবসায়িক স্বার্থ নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত। আহত ব্যক্তিদের মধ্যে অপু গ্রুপের সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সোহরাওয়ার্দী হাসপাতাল ও জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত