Ajker Patrika

মাদারীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকের মৃত্যু

মাদারীপুর সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম ইয়াদ হোসেন খান (৩৫)। তিনি উপজেলার ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে। 

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি একই উপজেলার তাতিবাড়ি যাচ্ছিল। এ সময় ‘শ্যামলী পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে পেছন থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে চালক ইয়াদ হোসেন খানকে গুরুতর অবস্থায় স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত আবুল কাসেম মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটিমাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন আর একজন হাসপাতালে ভর্তি আছেন।’ 

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল বলেন, এ ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত