শরীফ নাসরুল্লাহ, ঢাকা
আজ সাঙ্গ হচ্ছে মাসব্যাপী বইয়ের উৎসব বাংলা একাডেমির অমর একুশে বইমেলা। বিদায়ের সুর গতকালই বেজে ওঠে। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ছিলেন অনেকে। বিক্রি কমবেশি থাকলেও অনেক স্টলেই ছিল ঢিলেঢালা ভাব, মেলা ভাঙার হাওয়া। মেলায় নিয়মিত আসা বইপ্রেমীদের মন খারাপের শুরুও হয়ে যায় যেন কালই।
একুশের বইমেলাই দেশে পাঠক-লেখকের মেলবন্ধনের সবচেয়ে বড় আয়োজন। দিন ফুরিয়ে আসায় মেলার শেষ দিকে তাই লেখকদের আনাগোনাও একটু বেড়ে গিয়েছিল। গত কয়েক দিনে মেলায় দেখা গেল হরিশংকর জলদাস, আহমাদ মোস্তফা কামাল, আহমাদ মাযহার, জাভেদ হুসেনসহ অনেককে। তাঁরা আড্ডার পাশাপাশি কথা বলছিলেন পাঠকের সঙ্গে।
একদল তরুণ আড্ডা দিচ্ছিলেন ঐতিহ্য ও পাঞ্জেরী পাবলিকেশনসের প্যাভিলিয়নের কাছে। তাঁদের মধ্যে একজন তরুণ লেখক ফাহিম আসলাম। তিনি বললেন, ‘একুশের বইমেলা আমাদের সংস্কৃতির অংশ। ফেব্রুয়ারি মাসে তা যাপিত জীবনের অংশ হয়ে যায়।’
সন্ধ্যা ঘনিয়ে আসার পর মেলার এক জায়গায় একদল তরুণ বেশ গলা চড়িয়ে গান গাইছিলেন। একজনের হাতে গিটার, আরেকজনের একতারা।
গত বছর অধিবর্ষ থাকায় ফেব্রুয়ারি ছিল ২৯ দিনের। তার পরও মেলার দিন বাড়ানো হয়েছিল। এবারও মেলার মেয়াদ বাড়া নিয়ে বরাবরের মতোই গুঞ্জন চলছিল। তবে বাংলা একাডেমি কর্তৃপক্ষ গতকালও বলেছে, এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তাভাবনা নেই।’
নতুন বইয়ের খোঁজে
সুরস্রষ্টা সত্য সাহাকে নিয়ে তাঁর স্ত্রী রমলা সাহার স্মৃতিকথন ‘আমার সত্য আমার জীবন’ বের করেছে আগামী প্রকাশনী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের জগতের অন্যতম উল্লেখযোগ্য নাম সত্য সাহা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত এ সংগীতজ্ঞের কর্মজীবন কাছ থেকে দেখার অভিজ্ঞতা বইটিতে তুলে এনেছেন সহধর্মিণী রমলা সাহা।
সৈয়দ শামসুল হকের নির্বাচিত সাক্ষাৎকার নিয়ে সংকলন ‘মুখোমুখি সব্যসাচী’ এনেছে ঐতিহ্য। সংকলন ও সম্পাদনা করেছেন কবির স্ত্রী ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত কবির বেশ কিছু সাক্ষাৎকার গ্রন্থিত হয়েছে এখানে। গতকাল নতুন বই এসেছে ১৭৬টি। মোট নতুন বইয়ের সংখ্যা ২ হাজার ৯৬৪টি।
আজ সাঙ্গ হচ্ছে মাসব্যাপী বইয়ের উৎসব বাংলা একাডেমির অমর একুশে বইমেলা। বিদায়ের সুর গতকালই বেজে ওঠে। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ছিলেন অনেকে। বিক্রি কমবেশি থাকলেও অনেক স্টলেই ছিল ঢিলেঢালা ভাব, মেলা ভাঙার হাওয়া। মেলায় নিয়মিত আসা বইপ্রেমীদের মন খারাপের শুরুও হয়ে যায় যেন কালই।
একুশের বইমেলাই দেশে পাঠক-লেখকের মেলবন্ধনের সবচেয়ে বড় আয়োজন। দিন ফুরিয়ে আসায় মেলার শেষ দিকে তাই লেখকদের আনাগোনাও একটু বেড়ে গিয়েছিল। গত কয়েক দিনে মেলায় দেখা গেল হরিশংকর জলদাস, আহমাদ মোস্তফা কামাল, আহমাদ মাযহার, জাভেদ হুসেনসহ অনেককে। তাঁরা আড্ডার পাশাপাশি কথা বলছিলেন পাঠকের সঙ্গে।
একদল তরুণ আড্ডা দিচ্ছিলেন ঐতিহ্য ও পাঞ্জেরী পাবলিকেশনসের প্যাভিলিয়নের কাছে। তাঁদের মধ্যে একজন তরুণ লেখক ফাহিম আসলাম। তিনি বললেন, ‘একুশের বইমেলা আমাদের সংস্কৃতির অংশ। ফেব্রুয়ারি মাসে তা যাপিত জীবনের অংশ হয়ে যায়।’
সন্ধ্যা ঘনিয়ে আসার পর মেলার এক জায়গায় একদল তরুণ বেশ গলা চড়িয়ে গান গাইছিলেন। একজনের হাতে গিটার, আরেকজনের একতারা।
গত বছর অধিবর্ষ থাকায় ফেব্রুয়ারি ছিল ২৯ দিনের। তার পরও মেলার দিন বাড়ানো হয়েছিল। এবারও মেলার মেয়াদ বাড়া নিয়ে বরাবরের মতোই গুঞ্জন চলছিল। তবে বাংলা একাডেমি কর্তৃপক্ষ গতকালও বলেছে, এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। সন্ধ্যায় বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তাভাবনা নেই।’
নতুন বইয়ের খোঁজে
সুরস্রষ্টা সত্য সাহাকে নিয়ে তাঁর স্ত্রী রমলা সাহার স্মৃতিকথন ‘আমার সত্য আমার জীবন’ বের করেছে আগামী প্রকাশনী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের জগতের অন্যতম উল্লেখযোগ্য নাম সত্য সাহা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত এ সংগীতজ্ঞের কর্মজীবন কাছ থেকে দেখার অভিজ্ঞতা বইটিতে তুলে এনেছেন সহধর্মিণী রমলা সাহা।
সৈয়দ শামসুল হকের নির্বাচিত সাক্ষাৎকার নিয়ে সংকলন ‘মুখোমুখি সব্যসাচী’ এনেছে ঐতিহ্য। সংকলন ও সম্পাদনা করেছেন কবির স্ত্রী ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত কবির বেশ কিছু সাক্ষাৎকার গ্রন্থিত হয়েছে এখানে। গতকাল নতুন বই এসেছে ১৭৬টি। মোট নতুন বইয়ের সংখ্যা ২ হাজার ৯৬৪টি।
দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের ভুল্লির বাজার এলাকায় ভুল্লি নদীর ওপর নির্মিত সেতু ও দুই পাশের রাস্তা ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে পাশের নীলফামারী জেলার সদর উপজেলা ও খোকশাবাড়ী ইউনিয়নে চলাচল নিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে দুই শিক্ষক দম্পতির যমজ চার কন্যার শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। চার কন্যার মধ্যে যমজ যারীন তাসনীম বুয়েটে এবং যাহরা তাসনীম মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। এ ছাড়া অপর যমজ দুই বোন আফসানা ও শাহানা একই সঙ্গে জাহাঙ্গীরনগর...
৫ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএমএল) একসময় দক্ষিণ এশিয়ার বিখ্যাত ছিল। দেশে সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত এটি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি জৌলুশ হারিয়েছে। ৭২ বছরে পেরিয়ে এটি যেন এখন বার্ধক্যের নানা রোগে আক্রান্ত। বর্তমানে চলছে অনেকটা খুঁড়িয়ে।
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ ফেব্রুয়ারি রাতে একটি ছাত্রী হলের সামনে ভাঙচুরকে কেন্দ্র করে ১০ জন নারী শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের ইন্ধনের তথ্য মিলেছে। অভিযোগ উঠেছে, সরকারী প্রক্টর নূরুল হামিদ কানন ও অধ্যাপক ড. মো. কোরবান আলী নারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে...
৬ ঘণ্টা আগে