Ajker Patrika

জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিকায়ন করা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিকায়ন করা হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

রাজধানীবাসীর বিনোদনের অন্যতম স্থান জাতীয় চিড়িয়াখানা। এছাড়া দেশের নানান প্রান্ত থেকেই চিড়িয়াখানায় ঘুড়তে আসেন দর্শনার্থীরা। এই চিড়িয়াখানাকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সোমবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। 

শ ম রেজাউল করিম বলেন, ‘উন্নত দেশের আধুনিক চিড়িয়াখানার মতো জাতীয় চিড়িয়াখানাকে আরও আধুনিকায়ন করা হবে। আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি।’ 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে চিড়িয়াখানায় কিছু প্রাণী মারা গেছে। কেউ দায়িত্বে অবহেলা করেছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় চিড়িয়াখানা, যেখানে নানা প্রাণীর সমারোহ। সুন্দর পরিবেশে প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো অসুবিধা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ 

সম্প্রতি কয়েকটি প্রাণীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত, ভিসেরা সংগ্রহ করা হয়েছে। কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে বলেও জানান মন্ত্রী। 

শ ম রেজাউল করিম আরও বলেন, ‘হঠাৎ করে পরিদর্শনে এসেছি কারণ স্বাভাবিকভাবে চিড়িয়াখানা কেমন চলে, খাবার ঠিকমতো দেওয়া হয় কি না, চিকিৎসা ব্যবস্থায় কোনো দুর্বলতা আছে কি না তা দেখতে।’ 

চিড়িয়াখানা পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আব্দুল লতিফসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত