Ajker Patrika

হরিরামপুরে সেতুর ওপর বিকল ট্রাক, ভোগান্তিতে এলাকাবাসী

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কলেজ গেট সংলগ্ন ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর ট্রাক বিকল হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ রোববার এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ। 

সরেজমিনে দেখা যায়, বেইলি সেতুর ওপর ট্রাকটি বিকল হয়ে আটকে আছে। ফলে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। অনেক যানবাহন না জেনে সেখানে পৌঁছালেও দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যাচ্ছে। 

এ বিষয়ে ট্রাকমালিক সুজন মিয়া বলেন, ‘গতকাল রাতে ট্রাকের সামনের পাতি ভেঙে যাওয়ায় ব্রিজের ওপর ট্রাকটি আটকে আছে। মানিকগঞ্জ থেকে ট্রাকের পাতি ও মিস্ত্রি এনে খুব দ্রুতই ট্রাকটি ব্রিজ থেকে সরানো হবে।’ 

ওই এলাকার মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী মেহেদি হাসান শাহিন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে নিয়মিত ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে চলাচল করতে হয়। সড়কের কলেজ গেট লাগোয়া সেতুর পাটাতন সরে গিয়ে দুই পাটাতনের মাঝে অনেক বেশি ফাঁকা হয়ে গেছে। দুই দিন আগে একটি ইজিবাইকের চাকা পাটাতনের ফাঁকার মধ্যে চলে গেলে গাড়িটি উল্টে গিয়ে চালক আঘাতপ্রাপ্ত হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে মেরামত না করা হলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গতকাল রাতে ওই ক্ষতিগ্রস্ত পাটাতনের কাছে একটি ট্রাক বিকল হয়ে পড়েছে।’

ওষুধ কোম্পানিতে কর্মরত মানিকগঞ্জ সদরের বাসিন্দা মো. আব্দুর সাত্তার সাদিক বলেন, ‘সুজন এন্টারপ্রাইজের একটি ট্রাক গতকাল মধ্যরাত থেকে ব্রিজে আটকে আছে। এতে এই ব্রিজ দিয়ে কোনো গাড়িসহ পথচারীরাও পারাপার হতে পারছেন না। ফলে ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ব্রিজ হয়ে ২ থেকে ৩ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে যেমন সময় বেশি লাগছে, তেমনি জ্বালানিও বেশি খরচ হচ্ছে আমাদের।’ 

তিনি আরও বলেন, ‘পাশেই একটি সিমেন্ট দিয়ে তৈরি ব্রিজ হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্রিজটার অধিকাংশ কাজ হয়ে গেলেও ব্রিজের সংযোগ সড়ক না হওয়ায় সেটা দিয়েও যাতায়াতের সুযোগ নেই। ওই ব্রিজের সংযোগ সড়ক থাকলে এই ভোগান্তিতে পড়তে হতো না।’ 

সড়ক ও জনপথ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুর পাটাতন দ্রুত সময়ে মেরামত করা হবে। আর ট্রাক বিকলের বিষয়ে আমাদের দপ্তরের বিষয় নয়।’ 

এ বিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘যান চলাচল স্বাভাবিক করতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত