Ajker Patrika

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২০: ১০
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও মহানগরীর পুবাইল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আড়িখোলা ও পুবাইল রেলস্টেশনের অদূরে মধ্যে চুয়ারিয়াখোলা এবং তালটিয়া এলাকায় ঘটনা দুটি ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ নরসিংদী ফাঁড়ির এসআই এমাইদুল জিহাদী। 

নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁদের একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের ৩৬ বছর বলে জানায় রেলওয়ে পুলিশ। 

এসআই এমাইদুল জিহাদী জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিলেন অজ্ঞাত এক যুবক। পরে ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলস্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি ট্রেন জাম্প করলে পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে ওই রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে পুবাইল স্টেশনের অদূরে তালটিয়া এলাকায় আরও এক যুবক নিহত হন। তাঁদের দুজনের কারোরই নাম-পরিচয় জানা যায়নি। 

এসআই আরও জানান, নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সেখান থেকে ময়নাতদন্তের পর নাম-পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের কবরস্থানে দাফন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত