কুষ্টিয়া প্রতিনিধি
পরকীয়া সন্দেহে কুষ্টিয়া সদর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মাহবুব আলম টুটুল (৩২) নামে এক যুবক বিষপানে ‘আত্মহত্যার’ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রত্না খাতুন (২৫) একই গ্রামের আমোদ মল্লিকের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রত্না খাতুনের সঙ্গে একই ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটুলের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। তাঁদের সাত বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। ভ্রাম্যমাণ মশারি বিক্রেতা ছিলেন টুটুল।
এতে সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছেড়ে রত্না খাতুন অন্যত্র বিয়ে করেন। সেখানে মাসখানেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সঙ্গেও তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর এক সপ্তাহ আগে তিনি প্রথম স্বামী টুটুলের কাছে আবারও ফিরে আসেন।
নিহতের বোন মরিয়ম বলেন, গত রোববার রত্না প্রথম স্বামীকে আবারও বিয়ে করেন। বিয়ের পর শ্বশুরবাড়িতেই ছিলেন টুটুল। কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গে এখনো রত্নার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে প্রায় সময়ই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।
আজ দুপুরেও দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী টুটুল ধারালো ছুরি দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেন স্ত্রী রত্নাকে। এরপর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, মৃত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর বুকে ও পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই গৃহবধূর স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পরকীয়া সন্দেহে কুষ্টিয়া সদর উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর মাহবুব আলম টুটুল (৩২) নামে এক যুবক বিষপানে ‘আত্মহত্যার’ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মেছোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রত্না খাতুন (২৫) একই গ্রামের আমোদ মল্লিকের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রত্না খাতুনের সঙ্গে একই ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটুলের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। তাঁদের সাত বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। ভ্রাম্যমাণ মশারি বিক্রেতা ছিলেন টুটুল।
এতে সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছেড়ে রত্না খাতুন অন্যত্র বিয়ে করেন। সেখানে মাসখানেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সঙ্গেও তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর এক সপ্তাহ আগে তিনি প্রথম স্বামী টুটুলের কাছে আবারও ফিরে আসেন।
নিহতের বোন মরিয়ম বলেন, গত রোববার রত্না প্রথম স্বামীকে আবারও বিয়ে করেন। বিয়ের পর শ্বশুরবাড়িতেই ছিলেন টুটুল। কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গে এখনো রত্নার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন তিনি। এ নিয়ে প্রায় সময়ই তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।
আজ দুপুরেও দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী টুটুল ধারালো ছুরি দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেন স্ত্রী রত্নাকে। এরপর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, মৃত অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর বুকে ও পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই গৃহবধূর স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে অনিয়মের মাধ্যমে কম যোগ্য প্রভাষক নিয়োগের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ ও ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেসহ ৩টি মাছ ধরার ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। শনিবার দুপুরে ফাতরার বন-সংলগ্ন সাগর থেকে এসব জেলেকে আটক করা হয়।
২৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লাউঞ্জে আয়োজিত এক বৈঠকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এমনটি জানান।
৩৫ মিনিট আগেনীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। আজ শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণসংবর্ধনায় ঢল নামে নেতা-কর্মীদের।
৩৯ মিনিট আগে