নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামের এক নারীর। সেখানে পোস্ট করা হয়, ‘তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে!’ কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাকে বললেন, ‘আমার “তাহকিয়া” খুব কাজ করে!’ এরপর তাহকিয়া (Tahqiya) নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
তখন শুরু হয় প্রতারণার আসল খেলা। আফরোজাকে ফেসবুক মেসেঞ্জারে জানানো হয়, ‘আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে।’ তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা।
এরপর জানানো হয়, ‘আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব।’ আফরোজা সরল বিশ্বাসে এস এ পরিবহনের মাধ্যমে সব পাঠিয়ে দিলেন। তিন দিনের মাথায় মেসেঞ্জারে ‘Seen’ উঠে গেল, তারপর ব্লক! তিনি বুঝলেন প্রতারিত হয়েছেন। গেলেন নিউমার্কেট থানায়। আফরোজা হোসেন করলেন মামলা।
নিউমার্কেট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (১৬ মে) গভীর রাতে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা গ্রেপ্তার করে।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়, ৮৫ ভরি সোনার গয়না, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা আইফোন ১৫ প্রো ম্যাক্স ও স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোন।
পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই এমনভাবে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে আসছিল।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল। উদ্ধার হওয়া সব গয়না ও টাকা প্রতারণা করে হাতিয়েছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামে একটি গ্রুপে চোখ পড়ে আফরোজা হোসেন নামের এক নারীর। সেখানে পোস্ট করা হয়, ‘তদবির রুকাইয়া অনেকের সমস্যার সমাধান করেছে!’ কৌতূহলী আফরোজা মেসেঞ্জারে যোগাযোগ করলেন পোস্টদাতার সঙ্গে। সেই নারী তাকে বললেন, ‘আমার “তাহকিয়া” খুব কাজ করে!’ এরপর তাহকিয়া (Tahqiya) নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন।
তখন শুরু হয় প্রতারণার আসল খেলা। আফরোজাকে ফেসবুক মেসেঞ্জারে জানানো হয়, ‘আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে।’ তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা।
এরপর জানানো হয়, ‘আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব।’ আফরোজা সরল বিশ্বাসে এস এ পরিবহনের মাধ্যমে সব পাঠিয়ে দিলেন। তিন দিনের মাথায় মেসেঞ্জারে ‘Seen’ উঠে গেল, তারপর ব্লক! তিনি বুঝলেন প্রতারিত হয়েছেন। গেলেন নিউমার্কেট থানায়। আফরোজা হোসেন করলেন মামলা।
নিউমার্কেট থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার (১৬ মে) গভীর রাতে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা গ্রেপ্তার করে।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়, ৮৫ ভরি সোনার গয়না, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা আইফোন ১৫ প্রো ম্যাক্স ও স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোন।
পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই এমনভাবে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে আসছিল।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল। উদ্ধার হওয়া সব গয়না ও টাকা প্রতারণা করে হাতিয়েছেন তাঁরা।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন। গতকাল বুধবার মধ্যরাতে মারা যান তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন, সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
৩৫ মিনিট আগেগেল কয়েক দিনের টানা বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে করে পথচারী ও চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। স্থানীয়রা সতর্কতার জন্য লাঠির মাথায় লাল কাপড় বেঁধে ভাঙা অংশ চিহ্নিত করছেন।
১ ঘণ্টা আগেএই ঘটনার পর থেকেই ইসলামপুরের আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা–কর্মীরা ফেসবুকে এনসিপি বিরোধী নানা পোস্ট দিচ্ছেন। এসব পোস্টে কেউ এনসিপিকে ’পাকিস্তানি দালাল’ আখ্যা দিচ্ছেন, কেউ বা ১৬ জুলাইকে ‘গোপালগঞ্জ গণহত্যা দিবস’ হিসেবে চিহ্নিত করছেন।
১ ঘণ্টা আগেকলমাকান্দা উপজেলায় প্রধান শিক্ষকের ১৭২টি পদের মধ্যে ১৩৩টি, দুর্গাপুর ১২৬টির মধ্যে ৩৬টি, আটপাড়া ১০৩টির মধ্যে ৫৯টি, কেন্দুয়া ১৮২টির মধ্যে ৫৮টি, সদরে ২০১টির মধ্যে ৫৭টি, বারহাট্টায় ১০৯টির মধ্যে ৫০টি, পূর্বধলায় ১৭৫টির মধ্যে ৯৮টি, মদনে ৯৩টির মধ্যে ৩৮, মোহনগঞ্জ ৮৯টির মধ্যে ৪১টি এবং খালিয়াজুরিতে ৬৩টির মধ্যে
২ ঘণ্টা আগে