Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অটোরিকশার ধাক্কায় নাঈম (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটার দিকে পাঠানটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত নাঈমকে হাসপাতালে নেওয়ার পর বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা।

নাঈম সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী আইলপাড়া এলাকার বাসিন্দা সাজেদুল করিমের ছেলে।

পুলিশসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাঈম মোটরসাইকেলে চেপে সিদ্ধিরগঞ্জের আদমজী থেকে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। সকাল আনুমানিক দশটার দিকে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যান নাঈম। আহত অবস্থায় এলাকাবাসী নাঈমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত অটোরিকশাচালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত