ঢাবি প্রতিনিধি
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘একটি ভালো বই একজন ভালো মানুষ গড়তে বিশেষ অবদান রাখে, হতে পারে তার বিশ্বস্ত বন্ধু। নৈতিক অধঃপতন থেকে টেনে তুলে আনতে পারে একটি ভালো বই, একটি লাইব্রেরি। গ্রন্থাগার আন্দোলন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়লে সামাজিক অবক্ষয়, সংশয়, নৈতিক স্খলন দূর হয়ে স্বাধীন সত্তার বিবেকসম্পন্ন বাঙালি জাতি তৈরি হবে।’
আজ শনিবার সকালে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স কক্ষে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩’ উদ্যাপন উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এ মন্তব্য করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
কে এম খালিদ আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বর্তমান সরকার যথাসময়ে ‘রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে মেগা প্রকল্প পদ্মা সেতু ও ঢাকা মেট্রোরেলের উদ্বোধন করা হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’ ও ‘রূপকল্প ২০৪১ স্মার্ট বাংলাদেশ’ যথাসময়ে বাস্তবায়ন সম্ভব।
স্মার্ট বাংলাদেশ গড়ার সঙ্গে সঙ্গে জ্ঞানমনস্ক, সংস্কৃতিমনা, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণও জরুরি। জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন এই ধারাকে আরও বেগবান করবে, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আলোর পথযাত্রী হয়ে ‘গণগ্রন্থাগার অধিদপ্তর’ কাজ করে যাবে—এই প্রত্যাশা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর ছিদ্দিক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।
এদিকে’ স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সমানে রেখে জনগণকে গ্রন্থগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করার লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গণগ্রন্থাগার অধিদপ্তর।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামীকাল রোববার সকাল ১০টার সময়ে ‘স্মার্ট দেশ গঠনে গ্রন্থাগারের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। মূল প্রবন্ধ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন মুন্সী।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা ও স্থানীয় গণগ্রন্থাগারসমূহে রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘একটি ভালো বই একজন ভালো মানুষ গড়তে বিশেষ অবদান রাখে, হতে পারে তার বিশ্বস্ত বন্ধু। নৈতিক অধঃপতন থেকে টেনে তুলে আনতে পারে একটি ভালো বই, একটি লাইব্রেরি। গ্রন্থাগার আন্দোলন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়লে সামাজিক অবক্ষয়, সংশয়, নৈতিক স্খলন দূর হয়ে স্বাধীন সত্তার বিবেকসম্পন্ন বাঙালি জাতি তৈরি হবে।’
আজ শনিবার সকালে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স কক্ষে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩’ উদ্যাপন উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এ মন্তব্য করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
কে এম খালিদ আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বর্তমান সরকার যথাসময়ে ‘রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে মেগা প্রকল্প পদ্মা সেতু ও ঢাকা মেট্রোরেলের উদ্বোধন করা হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০’ ও ‘রূপকল্প ২০৪১ স্মার্ট বাংলাদেশ’ যথাসময়ে বাস্তবায়ন সম্ভব।
স্মার্ট বাংলাদেশ গড়ার সঙ্গে সঙ্গে জ্ঞানমনস্ক, সংস্কৃতিমনা, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণও জরুরি। জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন এই ধারাকে আরও বেগবান করবে, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আলোর পথযাত্রী হয়ে ‘গণগ্রন্থাগার অধিদপ্তর’ কাজ করে যাবে—এই প্রত্যাশা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর ছিদ্দিক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।
এদিকে’ স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সমানে রেখে জনগণকে গ্রন্থগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করার লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গণগ্রন্থাগার অধিদপ্তর।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামীকাল রোববার সকাল ১০টার সময়ে ‘স্মার্ট দেশ গঠনে গ্রন্থাগারের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। মূল প্রবন্ধ পাঠ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন মুন্সী।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা ও স্থানীয় গণগ্রন্থাগারসমূহে রচনা, চিত্রাঙ্কন ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
৩৬ মিনিট আগেআবু তাহের বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে সোহরাব রাঢ়ী, বনি আমিন, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা ঘরটি দখল করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। যেহেতু এটি একটি মক্তব ঘর, সেই কারণে তাঁদের নিষেধ করেছিলাম।
৪৪ মিনিট আগেঋণের বোঝা সামলাতে না পেরে আত্মগোপনে চলে যাওয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাককে ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেবরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৬ ঘণ্টা আগে