Ajker Patrika

বিশ্ব ইজতেমা: লোকাল বাস সংকটে দুর্ভোগে যাত্রীরা

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
Thumbnail image

টঙ্গীর তুরাগ পাড়ে আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ সড়কে চৌরাস্তা থেকে ঢাকামুখী লেনে লোকাল বাসে সংকট দেখা যায়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে যান চলাচল সীমিত করে গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে নির্দেশনা জারি করেছেন। 

এদিকে ইজতেমা ময়দানে সর্ব বৃহৎ জুমা আদায় হতে যাচ্ছে আজ। ফলে জুমায় যোগ দিতে টঙ্গী ও এর আশপাশের মুসল্লিরা দলে দলে আসছেন।

আব্দুর রউফ চাকরি করেন রাজধানীর বনানী এলাকার একটি বেসরকারি কোম্পানিতে। সকাল ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। 

আব্দুর রউফ বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় আছি। বাস আসছে না। অফিসের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা দেরি হয়ে গেছে এখানেই।’ 

গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টঙ্গীর বিসিক এলাকার একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে এসেছেন হাফিজুল ইসলাম। 

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৬টায় বাসযোগে রওনা দিয়ে সাড়ে ১০টার দিকে এসে পৌঁছেছি। সড়ক জুড়ে তীব্র যানজট।’ 

পরিবহনের চালক আমান উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী বাজার পৌঁছেছে। সব যাত্রী নেমে গেছে। এ যানজটের বিস্তৃতি অনেক।’ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ইজতেমা ময়দানের জুমার নামাজ আদায় করতে আজ প্রায় দশ লাখ লোকের সমাগম ঘটতে পারে। তা ছাড়া মুসল্লিদের চলাচলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহনের ধীর গতি রয়েছে। 

এই উপকমিশনার আরও বলেন, ‘আমরা সড়কে নতুন নির্দেশনা দিয়েছি। আশা করি বিকেল ৫টার দিকে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত