Ajker Patrika

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫: ১৯
সচিবালয়ের সামনে বিক্ষোভ। ছবি: স্ক্রিনশট
সচিবালয়ের সামনে বিক্ষোভ। ছবি: স্ক্রিনশট

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এদিকে একটি বিক্ষোভ সচিবালয় অভিমুখে যাত্রা করেছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মূল ফটক ভেঙে ফেলে তারা।

বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশের দর্শনার্থী গেটে লাঠি দিয়ে আঘাত করে। প্রধান ফটকের বাইরে থেকে একটি লাঠি ভেতরে ছুড়ে মারে একজন শিক্ষার্থী। এতে একজন পুলিশ সদস্য আহত হন।

বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এর ফলে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসে শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের ১ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা।

শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছে। ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগান দিচ্ছে তারা। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছে তারা।

সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছে।

সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে।

এ ছাড়া শিক্ষার্থীদের একটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছে, তাদের পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছে তারা।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ে প্রবেশে সব গেট বন্ধ করে দেওয়ায় সচিবালয়ের ভেতর থেকে কোনো যানবাহন বের হতে পারছে না। ফলে সচিবালয়ের ভেতরে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত