টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার চার দিন পর শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, ‘আজ ময়দান বুঝে নিয়েছি। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। কাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন।’
ডা. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। প্রথম পর্বে ইজতেমার ময়দানে প্রচুর ক্ষতিসাধন করা হয়েছে। মাইক নষ্ট, ভাঙা গ্যাসের চুলা ও পানির কল, ছেঁড়া বৈদ্যুতিক তার ও ময়দানে ময়লা আবর্জনার স্তূপ রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে।
তিনি বলেন, দেশের পাশাপাশি দ্বিতীয় পর্বে অংশ নিতে চার হাজার বিদেশি মুসল্লি বর্তমানে ঢাকার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন। প্রায় ১০ হাজার বিদেশি মুসল্লির সমাগম ঘটতে পারে বলে বলে জানান তিনি।
ডা. মোহাম্মদ আব্দুস সালাম আরও বলেন, ‘আগামী বছর ৫৭তম বিশ্ব ইজতেমা ময়দানে প্রথম পর্ব আমাদের (সাদপন্থী) করার কথা রয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে বিষয়টি জানিয়েছিলাম। তাঁরা (জুবায়েরপন্থী) মেনে নিয়েছিল। দ্বিতীয় পর্ব শেষে ময়দানের সামান (মালামাল) আমাদের তত্ত্বাবধানে দিতে আলোচনা করব।’
মাওলানা সাদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ব্যবস্থা গ্রহণ করলে মাওলানা সাদ ইজতেমার দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান বলেন, ‘ময়দানে আমাদের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। মেরামতের কাজ আজ থেকে চলবে। শুক্রবারের আগেই সব কাজ শেষ হবে।’
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘ইজতেমার প্রথম পর্ব শেষে আজ ময়দান বুঝে নিয়ে সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্বের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব।’
টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার চার দিন পর শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম বলেন, ‘আজ ময়দান বুঝে নিয়েছি। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। কাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন।’
ডা. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। প্রথম পর্বে ইজতেমার ময়দানে প্রচুর ক্ষতিসাধন করা হয়েছে। মাইক নষ্ট, ভাঙা গ্যাসের চুলা ও পানির কল, ছেঁড়া বৈদ্যুতিক তার ও ময়দানে ময়লা আবর্জনার স্তূপ রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে।
তিনি বলেন, দেশের পাশাপাশি দ্বিতীয় পর্বে অংশ নিতে চার হাজার বিদেশি মুসল্লি বর্তমানে ঢাকার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন। প্রায় ১০ হাজার বিদেশি মুসল্লির সমাগম ঘটতে পারে বলে বলে জানান তিনি।
ডা. মোহাম্মদ আব্দুস সালাম আরও বলেন, ‘আগামী বছর ৫৭তম বিশ্ব ইজতেমা ময়দানে প্রথম পর্ব আমাদের (সাদপন্থী) করার কথা রয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে বিষয়টি জানিয়েছিলাম। তাঁরা (জুবায়েরপন্থী) মেনে নিয়েছিল। দ্বিতীয় পর্ব শেষে ময়দানের সামান (মালামাল) আমাদের তত্ত্বাবধানে দিতে আলোচনা করব।’
মাওলানা সাদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার ব্যবস্থা গ্রহণ করলে মাওলানা সাদ ইজতেমার দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান বলেন, ‘ময়দানে আমাদের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। মেরামতের কাজ আজ থেকে চলবে। শুক্রবারের আগেই সব কাজ শেষ হবে।’
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘ইজতেমার প্রথম পর্ব শেষে আজ ময়দান বুঝে নিয়ে সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্বের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
১ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
১ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে