Ajker Patrika

সিএনজি পাম্পের সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিএনজি পাম্পের সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন (৩৮) ওরফে নওশাদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সানারপাড় রানা সিএনজি পাম্পের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নওশাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি দুবাই প্রবাসী ছিলেন। 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পরিচয় জানতে পেরেছি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাইফুল ইসলাম জানান, মাত্র দুদিন আগে তিনি দুবাই থেকে দেশে ফিরেছেন। মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। 

তিনি আরও জানান, মৃতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। অথবা কোনো যানবাহনের সঙ্গে আঘাত পেয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত