Ajker Patrika

সিঙ্গাইরে ট্রাক চাপায় নানি-নাতি নিহত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিঙ্গাইরে ট্রাক চাপায় নানি-নাতি নিহত

মানিকগঞ্জের সিঙ্গাইরে বেপরোয়া ট্রাকের চাপায় নানি-নাতি নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার চান্দহর ইউনিয়নের চান্দহর-সিরাজপুর সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার রসুল মিয়ার স্ত্রী আফছানা (৬৫) ও নাতি রায়হান (৫ মাস)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ৫ মাস বয়সী নাতি রায়হান ও নানি আফছানাসহ অটোরিকশায় চার যাত্রী সিরাজপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নানি ও নাতিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শান্তিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকের হোসেন বলেন, ট্রাকটিসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত